এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ মার্চ : এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে আগামী ১৭ এপ্রিল রামনবমীর দিন ছুটি ঘোষণার কথা বলা হয়েছে । ওই দিন জরুরি পরিষেবা ছাড়া রাজ্য সরকার এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে জানানো হয়েছে । এদিকে এরাজ্যে রামনবমীর দিন ছুটি ঘোষণা হতেই নাম না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিদ্রুপ করে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ।’
নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন,’সময় বদলাচ্ছে ! চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম নবমী উৎসবের দিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথম বার রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো। আমি জানুয়ারি মাসে রাম নবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম, আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করলো। জয় শ্রী রাম । জয় জয় শ্রী রাম ।
ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না ।’
তিনি আরও লিখেছেন,গত ১৫ জানুয়ারী, আমি হাইলাইট করেছিলাম কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের বার্ষিক ক্যালেন্ডারের ছুটির তালিকায় শ্রী রাম নবমীর শুভ উপলক্ষ্যে কোনো ছুটির কথা উল্লেখ করা হয়নি।তারপরে, পশ্চিমবঙ্গ সরকার অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির অভিষেক অনুষ্ঠানের জন্য ২২ শে জানুয়ারী একটি সরকারী ছুটি ঘোষণা করা উপযুক্ত বলে মনে করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি পবিত্র প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানের বিরুদ্ধে ‘তথাকথিত সর্বধর্ম সমাবেশ’ করতে গিয়েছিলেন। বেশ কয়েকবার হয় তিনি বা তার দলের নেতারা ভগবান রাম সম্পর্কে অসম্মানজনক শব্দ উচ্চারণ করেছেন । সর্বশেষ ভুলটি ঘটেছিল যখন তারকেশ্বর বিধায়ক রাম মন্দিরকে ‘অপবিত্র স্থান’ হিসাবে চিহ্নিত করেছিলেন। যথারীতি মমতা বন্দ্যোপাধ্যায় নীরব ছিলেন এবং অসম্মানজনক বক্তব্যের নিন্দা করার প্রয়োজন মনে করেননি। যাই হোক, পশ্চিমবঙ্গ-তে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির সাথে তিনি এখন বুঝতে পেরেছেন যে রাম ভক্তরা তার প্রতি অত্যন্ত হতাশ। সুতরাং, মুখ রক্ষার ব্যবস্থা হিসাবে, তিনি ১৭ এপ্রিল, বুধবার, শ্রী রাম নবমী উদযাপনের দিন ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন।’
বিজেপি নেত্রী গার্গি মুখার্জি গাছে ওঠা একটি বিড়ালের ছবি পোস্ট করে লিখেছেন,’তৃণমূলের বর্তমান অবস্থা ।’ শুভেন্দু অধিকারীও তাঁর পোস্টের সঙ্গে জনৈক সঙ্গীত শিল্পির গাওয়া, ‘ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না/ ঠেলার নাম বাবাজি, শোন শোন গোঁসাইজি….’ গানটি সংযুক্ত করেছেন ।।