এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ জুলাই : ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে অভব্যতা ও গালিগালাজের অভিযোগে পূর্ব বর্ধমান জেলার এক কাটোয়া শহরের ব্যবসারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । অভিযুক্ত ব্যবসায়ীর নাম রঞ্জিত পাল । সিভিক ভলেন্টিয়ার বিরাজ সাহার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গ,ট্রাফিকে কর্তব্যরত কর্মীর সঙ্গে অভব্য আচরণ এবং হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ ।
জানা গেছে,শনিবার সন্ধ্যায় কাটোয়া হাসপাতালের ১ নম্বর গেটের কাছে তেরাস্তার মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলে সিভিক ভলেন্টিয়ার বিরাজ সাহা । সেই সময় রঞ্জিত পাল নামে ওই ব্যবসায়ী স্কুটি চালিয়ে যাচ্ছিলেন । বিরাজবাবু তাকে ইশারায় দাঁড়াতে বলেন । কিন্তু ওই ব্যবসায়ী তার নির্দেশ অমান্য করে চলে যান ।
এরপর ওই সিভিক ভলান্টিয়ার ফোন করে ওই রাস্তায় গোয়েঙ্কা মোড়ে চেকপোস্টে কর্তব্যরত ট্রাফিক কর্মীদের বিষয়টি জানিয়ে ব্যবসায়ীর স্কুটির নম্বর জানিয়ে দেন । কিন্তু গোয়েঙ্কা মোড়ে কর্তব্যরত ট্রাফিক কর্মীরা ওই স্কুটি চালককে আটকানোর চেষ্টা করলে তিনি না দাঁড়িয়ে সোজা বিরাজ সাহার কাছে চলে আসেন । সিভিক ভলান্টিয়ারের উদ্দেশ্যে ব্যবসায়ীর বক্তব্যের ভিডিও করে রেখে দেওয়া হয় ।
ভিডিওতে ছাপার অযোগ্য ভাষায় গালিগালাজ করতে শোনা গেছে রঞ্জিত পালকে ৷ তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তিকেও অশ্রাব্য ভাষা প্রয়োগ করতে শোনা যায় । এরপর ওই সিভিক ভলেন্টিয়ার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রঞ্জিত পালকে নোটিশ করে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে । প্রসঙ্গত,সাম্প্রতিক সময়ে কাটোয়া শহরে যানবাহনের উপর কড়া নজরদারি শুরু করেছে পুলিশ । ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ সেই রাগ থেকেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ।।