এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,২৭ মার্চ : ভোজপুরি অভিনেত্রী আকাঙ্কা দুবে আত্মহত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের বারাণসীর সারনাথ থানায় মামলা দায়ের করলেন নিহতের মা মধু দুবে । অভিযুক্তরা হলেন ভোজপুরি গায়ক সমর সিং এবং তার ভাই সঞ্জয় সিং । তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে । উত্তরপ্রদেশের ভাদোহি জেলার বাসিন্দা আকাঙ্কা একটি ছবির শুটিংয়ের জন্য বারাণসী এসেছিলেন এবং সারনাথ থানা এলাকার একটি হোটেলে ছিলেন । রবিবার অনেক বেলা পর্যন্ত তিনি ঘর থেকে বের না হলে হোটেল কর্তৃপক্ষ মাস্টার চাবি দিয়ে তার রুমের দরজা খুলে ভিতরে ঢোকে । তখন হোটেলের ঘরের সিলিং ফ্যান থেকে অভিনেত্রীকে তাঁর ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায় । খবর পেয়ে আকাঙ্কা দুবেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সারনাথ থানার পুলিশ । সারনাথের সহকারী পুলিশ কমিশনার জ্ঞান প্রকাশ রাই বলেছিলেন যে আকাঙ্ক্ষার ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি । প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে ।
আকাঙ্ক্ষার জন্ম ১৯৯৭ সালে মির্জাপুরে। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী। ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন আকাঙ্ক্ষা । এছাড়াও মৃত্যুর চব্বিশ ঘণ্টা আগে নিজের ছবির পোস্টার শেয়ার করেন তিনি। ‘মেরি জং মেরা ফয়সলা’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ভোজপুরী এই নায়িকার। তারপর অভিনয় করেছিলেন ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরও কে বীর’, ‘ফাইটার কিং’ সহ আরও অনেক ছবিতে ।আকাঙ্কার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোক প্রকাশ করেছেন রানি চ্যাটার্জি, বিনয় আনন্দ এবং আম্রপালি দুবের মতো ভোজপুরি চলচ্চিত্র ব্যক্তিত্বরা ।।