এইদিন ওয়েবডেস্ক,ওড়িশা,০২ জুন : শুক্রবার সন্ধ্যায় ওড়িশার ওড়িশার বালাসোরে(Balasore) বাহানাগা (Bahanaga) রেলওয়ে স্টেশনের কাছে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে । করোমন্ডল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । সংঘর্ষের পর করোমন্ডল এক্সপ্রেসের ৮ টি কামরা লাইনচ্যুত হয় । দূর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছে । আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে । তবে দুর্ঘটনায় হতাহতের সঠিক তথ্য এখনো জানা যায়নি।
খবর পেয়ে কিছু মানুষ দুর্ঘটনাস্থলে ছুটে আসে এবং উদ্ধারকাজে হাত লাগায় ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন,’ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। এই দুঃসময়ে আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই । আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক । রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর সাথে কথা বলেছি এবং উনি পরিস্থিতি খতিয়ে দেখেছেন । দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে ।।

