এইদিন ওয়েবডেস্ক,সিরিয়া,০৪ ফেব্রুয়ারী : সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজের উপকণ্ঠে একটি গাড়ি বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবারের এই বিস্ফোরণে হতাহতের এই তথ্য সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে ৷ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই বিস্ফোরণটি গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে সবচেয়ে ভয়াবহ হামলা।
উল্লেখ্য,এই হামলার ঘটনাটি গত এক মাসেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলে সপ্তম গাড়ি বোমা হামলা। এলাকাটিতে তুরস্ক-সমর্থিত বাহিনী ও কুর্দি-নেতৃত্বাধীন একটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে।সিরিয়ার বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার কার্যালয় এটাকে ‘সন্ত্রাসী’ হামলা বলে অবিহিত করে নিন্দা জানিয়েছে এবং বলেছে, তারা এই ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করবে।
প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, এই অপরাধের জন্য দায়ীদের সবচেয়ে কঠোর শাস্তি দেওয়া হবে, যাতে সিরিয়ার নিরাপত্তা বা জনগণের ক্ষতি করার কথা ভাবা যে কারও জন্য একটি উদাহরণ হয়ে ওঠে।
হাসপাতাল কর্মীরা এপিকে বলেছে, রাতে একটি গাড়ির কাছে বোমা বিস্ফোরণ ঘটে, যেখানে বেশিরভাগ কৃষি শ্রমিক ছিল । তারা পরিবারের ভরণপোষণের জন্য কাজে যাচ্ছিল৷ হোয়াইট হেলমেটস নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্স বলেছে, এই হামলায় অন্তত ১১ জন নারী ও তিন শিশু নিহত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এর আগে, শনিবার শহরটিতে একটি গাড়ি বোমা হামলায় চারজন নিহত ও আরও নয়জন আহত হয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়।।