এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১০ ফেব্রুয়ারী : দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়ের বাসন্তী হাইওয়েতে রবিবার সন্ধ্যায় একটা ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে গেছে । একটি চারচাকা গাড়ি ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে অটোতে থাকা একজন শিশুসহ ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছে । দুর্ঘটনাটি ঘটে হাইওয়ের বৈরামপুর মোড়ে । খবর পেয়ে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
স্থানীয় সূত্রে খবর,রবিবার সন্ধ্যায় শাকসার মেলা থেকে রাজারহাটের দিকে ফিরছিল একটি চারচাকার বেসরকারি গাড়ি । বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ের কাছে আসতেই গাড়িটির সামনের একটা চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । সেই সময় বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবাহী অটোটি । চারচাকা গাড়িটি অটোটির মুখোমুখি সজোরে ধাক্কা মারে । সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে অটোটি কার্যত দুমড়ে মুচড়ে যায় । এদিকে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে অটোর যাত্রীদের উদ্ধার করে৷ পরে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে । দুর্ঘটনার কারন খতিয়ে দেখছে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ ও চন্দনেশ্বর থানার পুলিশ।।

