এইদিন ওয়েবডেস্ক,ক্যান্ডি,১২ জুন : শক্তির নিরিখে দু’দলের মধ্যে বিস্তর পার্থক্য । তার উপর ঘরের মাঠে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে শোচনীয় পরাজয় । অন্তিম ম্যাচের ফলাফল নিয়ে একপ্রকার নিশ্চিত ছিল উভয় দলের সমর্থকরা । তাই শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া যখন ৫ উইকেটে ১৭৬ তুলেছিল, তখন লঙ্কানদের পক্ষে বাজি ধরার মতো লোক খুব কমই ছিল । কিন্তু শনিবার রাতে শ্রীলঙ্কার ক্যান্ডির (Kandy) পাল্লেকেলে স্টেডিয়ামে অবিশ্বাস্য কাণ্ড করে বসলো লঙ্কানরা। অধিনায়ক দাসুন শানাকার বিস্ফোরক ব্যাটিংয়ে ৪ উইকেটে বিধ্বস্ত হয়ে গেল অস্ট্রেলিয়া ।
তবে জয়ের সমীকরণটা খুব একটা সহজ ছিল না শ্রীলঙ্কানদের কাছে । ১৭ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১১৮ রান। শেষ ১৮ বলে লাগবে ৫৯ রান। ওই পরিস্থিতিতে জয়ের আশা অতি বড় শ্রীলঙ্কান সমর্থক পর্যন্ত করেনি । কিন্তু আশা ছাড়েননি দাসুন শানাকা । অস্ট্রেলিয়ার বোলিংকে দুরমুশ করার প্লান ছকে নিয়ে ছিলেন মনের মধ্যে ।
ইনিংসের ১৮তম ওভারে জস হ্যাজেলউডকে দুটি ছক্কা, দুটি চার মারেন দাসুন শানাকা। তুলে নেন ২২ রান । এরপর জাই রিচার্ডসনের পরের ওভারে দুটি চার ও একটি ছক্কা । সংগ্রহ ১৮ রান। শেষ ওভারে দরকার হয় ১৯ রান । শ্রীলঙ্কান অধিনায়কের আক্রমনাত্মক ভঙ্গি দেখে তখন বিভ্রান্ত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ান বোলাররা । এলোমেলো বোলিং করতে শুরু করে দিয়েছেন কেন রিচার্ডসন । আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন লঙ্কান অধিনায়ক । ওভারের প্রথম দুটি বলই ওয়াইড, পরের দুই বলে আসে দুই রান । পরের তিন বলে টানা দুটি চার ও একটি ছক্কা । শেষ বলে শ্রীলঙ্কার দরকার হয় মাত্র ১ রান। কেন রিচার্ডসন ওই বলটিও ওয়াইড করেন । তখন স্কোর বোর্ডে শ্রীলঙ্কার রান ১৯.৫ ওভারে ৬ উইকেটে ১৭৭ । ১ বল হাতে রেখেই রুদ্ধশ্বাস জয় পায় শ্রীলঙ্কা ।
শানাকা ২৫ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ব্যাট থেকে আসে ৫টি চার ও ৪টি ছক্কা । ম্যাচের সেরা নির্বাচিত হন শ্রীলঙ্কান অধিনায়ক । অন্যদিকে চামিকা করুণারত্নে ১৪ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার গুণাথিলাকা ১৫, পাথুম নিশাঙ্কা ২৭, চারিথ আসালঙ্কা ২৬, ভানুকা রাজাপাকশে ১৭, কুশল মেন্ডিস ৬, হাসারাঙ্গা ৮ রান করেন।
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তরফ থেকে ওয়ার্নার ৩৯, ফিঞ্চ ২৯, ম্যাক্সওয়েল ১৬, স্টিভ স্মিথ অপরাজিত ৩৭, মার্কাস স্টয়নিস ৩৮, ম্যাথু ওয়েড অপরাজিত ১৩ রান করেন । অস্ট্রেলিয়া সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। ১১৪ রান করে সিরিজ সেরা অ্যারন ফিঞ্চ।।