এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৩ মার্চ : বিজেপি,তৃণমূলের পর এবার জাতীয় কংগ্রেস । প্রার্থী পছন্দ না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভা এলাকার কংগ্রেস নেতৃত্ব । মঙ্গলবার এনিয়ে কাটোয়া শহরের একটি লজে সাংবাদিক সম্মেলন ডাকা হয় । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাটোয়া-১ ও ২ ব্লক কংগ্রেস ও কাটোয়া শহর কমিটির কংগ্রেসের নেতারা । তাঁরা সাফ জানিয়ে দেন ‘বহিরাগত’ নয় ‘ভূমিপুত্র’কে প্রার্থী করতে হবে । অন্যথায় তাঁরা ভোটের প্রচারে নামবেন না।
কাটোয়া বিধানসভা আসনটি সংযুক্ত মোর্চার পক্ষ থেকে কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়েছে । সোমবার বিকেলে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কাটোয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি প্রবীর গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয় । কিন্তু বর্ধমানের বাসিন্দা প্রবীরবাবুকে প্রার্থী করার পর থেকেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় কংগ্রেস কর্মীদের মধ্যে । ‘বহিরাগত’ প্রবীর গঙ্গোপাধ্যায়কে সরিয়ে ‘ভূমিপুত্র’ রঞ্জিত চট্টোপাধ্যায়কে প্রার্থী করার দাবিতে সরব হন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব । এই দাবি জানিয়ে এদিন তাঁরা রাজ্য নেতৃত্বকে চিঠিও পাঠিয়েছেন বলে খবর ।
প্রসঙ্গত,কাটোয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ভাইপো রণজিৎ চট্টোপাধ্যায় । মাসখানেক আগে তিনি তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেন । এবারে কাটোয়ায় তাঁকে টিকিট দেওয়া হবে বলে আশা করেছিলেন কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা । কংগ্রেসের কাটোয়া শহর কমিটির সম্পাদক শুভাশীষ সামন্ত এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘প্রবীর গঙ্গোপাধ্যায়ের বাড়ি বর্ধমান । কাটোয়া থেকে ৬০ কিমি দুরে উনি থাকেন । অত দুর থেকে উনি কাটোয়ায় এসে কিভাবে মানুষকে পরিষেবা দেবেন ? তাই আমাদের দাবি কাটোয়ার ছেলে রনজিৎ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হোক । তাহলে এলাকার মানুষ ঠিকমত পরিষেবা পাবেন । আমরা প্রদেশ কংগ্রেস সভাপতিকে বিষয়টা জানিয়েছি । এআইসিসির সভাপতি ও পদাধিকারীদের জানিয়েছি ৷ কিন্তু তাঁরা আমাদের কোনও কথা কানে তোলেননি। তাঁদের এই তুঘলকি আচরনের আমরা প্রতিবাদ করছি ।’ পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন, ‘প্রার্থী বদল করা হলে ভালো । নচেৎ প্রবীর গঙ্গোপাধ্যায়ের হয়ে কাটোয়া কংগ্রেসের কোনও পদাধিকারী নির্বাচনে অংশগ্রহন করবে না ।’ একই মতামত জানিয়েছেন, কংগ্রেসের কাটোয়া শহর কমিটির সভাপতি হরেন্দ্রনাথ ভক্ত, কাটোয়া ১ ব্লক কংগ্রেসের সভাপতি পূর্নেন্দু গোষ্বামী সহ অন্যান্যরাও।
এই বিষয়ে রনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘এআইসিসি ও প্রদেশ কংগ্রেস থেকে যে প্রার্থী ঘোষনা করা হয়েছে তা একেবারেই ঠিক হয়নি । কাটোয়ায় কংগ্রেসের যাতে সংগঠন না বাড়ে সেই উদ্দেশ্যে টাকার বিনিময়ে একজন বহিরাগতকে প্রার্থী করা হয়েছে বলে আমার মনে হয় ।’।