এইদিন বিনোদন ডেস্ক,২২ নভেম্বর : প্রাক্তন বিগবস বিজয়ী অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে লিভার ক্যান্সারের সাথে লড়াই করছেন এবং দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। দ্রুত আরোগ্য লাভের আশায়, তিনি তার স্বামী শোয়েব ইব্রাহিম ও ছেলে রুহানকে নিয়ে আজমির শরীফ দরগায় চাদড় ও ফুল অর্পন করে নিজের সুস্থতা কামনা করেছেন ।
দীপিকা কক্কর ২০২৫ সালের মে মাস থেকে ক্যান্সারের সাথে লড়াই করছেন। সেই সময় তার লিভার টিউমার অপসারণ করা হয়েছিল কিন্তু তিনি সুস্থ হননি । ফের তার ক্যান্সারের উপসর্গ প্রবল আকারে দেখা দিয়েছে ৷ বর্তমানে ওষুধ ও চিকিৎসা চলছে তার । নিজের সাম্প্রতিক ভ্লগে, এই গল্পটি শেয়ার করতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় দীপিকাকে ৷ যেকারণে তিনি স্বামী ও ছেলের সাথে আজমির শরীফ দরগায় চাদড় ও ফুল অর্পন করে নিজের সুস্থতা কামনা করেন । আজমির শরীফ দরগার পীর সৈয়দ বিলায়েত হুসেনকে তাদের গলায় কাপড়ের খন্ড বেঁধে দিতে দেখা যায়৷ ভিডিওটি পোস্ট করেছেন দীপিকা কক্কর ইব্রাহিম৷ সেই সময় তাকে কাঁদতে দেখা গেছে । তার আগে ভিডিওতে দীপিকা এবং শোয়েবকে মাথায় ফুল এবং চাদর নিয়ে আজমির শরীফ দরগায় অর্পণ করতে দেখা গেছে ।
প্রাক্তন বিগবস বিজয়ী দীপিকা কক্কর, যিনি “জয় মাতা দি” সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন । ২০১৮ সালের প্রথম দিক্স তিনি শোয়েব ইব্রাহিমের সাথে আন্তঃধর্মীয় বিবাহ করেন । একটি টিভি শোয়ে হিন্দু মুসলিম বিভাজনের প্রবনতা বন্ধের কথা বলে নিজের মতামতও প্রকাশ করেছিলেন । সন্তানের জন্মের পর দরগায় গিয়ে ছেলেকে নামাজ পড়ানো শেখাতেও দেখা যায় তাকে ।।
Author : Eidin.
