এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৯ সেপ্টেম্বর : কথায় কথায় ভারতকে পরমানু বোমা দেখানো ইসলামি রাষ্ট্র পাকিস্তান এবারের ইসরায়েলের রুদ্ররূপ দেখে ভয় পেয়ে গেছে । লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায়, পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের “মধ্যপ্রাচ্যে দুঃসাহসিকতা” প্রতিরোধ করার জন্য কাতর আর্তি জানিয়েছে । আজ রবিবার,(২৯ সেপ্টেম্বর),মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে বলেছে যে পাকিস্তান মধ্যপ্রাচ্যে “ইসরায়েলের ক্রমবর্ধমান দুঃসাহসিকতার” নিন্দা করে। বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলা এবং দেশটির আন্তর্জাতিক আইন অনুযায়ী তা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
বিবৃতিতে লেখা হয়েছে,’আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই অঞ্চলে ইসরায়েলকে তার দুঃসাহসিক অভিযান এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন থেকে বিরত রাখতে অনুরোধ করছি ।’ পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় লেবাননের হিজবুল্লাহর নেতা নিহত হলে মধ্যপ্রাচ্যে সংকট আরও তীব্র হবে।
উল্লেখ্য, লেবাননে সাম্প্রতিক ইসরায়েলের হামলা, যার ফলে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহসহ বেশ কিছু সন্ত্রাসী খতম হয়েছে । ইরান জুড়ে শোক চলছে । দুঃখজনক ঘটনা হল ভারতের মুসলিমরাও নাসরুল্লাহ এর মৃত্যুতে কেঁদে ভাঁসিয়ে দিচ্ছে । হাসান নাসরুল্লাহ এর নিকেশ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর জম্মু-কাশ্মীরে বিশাল মাতম মিছিল বের করা হয় । সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । ভিডিওতে কয়েকজন বোরখা পরা তরুনীকে রীতিমতো কেঁদে ভাসিয়ে দিতে দেখা যায় ।
শুধু তাইই নয়, সন্ত্রাসবাদের প্রতি সহানুভূতিশীল মেহবুবা মুফতি টুইট করে হাসান নাসরুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন । তিনি লিখেছেন,’লেবানন ও গাজার শহীদদের বিশেষ করে হাসান নাসারুল্লাহর প্রতি সংহতি জানিয়ে আগামীকাল আমার প্রচারণা বাতিল করছি। এই চরম শোক ও দৃষ্টান্তমূলক প্রতিরোধের সময়ে আমরা ফিলিস্তিন ও লেবাননের জনগণের পাশে আছি ।’এর আগে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিও বলেছিলেন যে মধ্যপ্রাচ্যে “ইসরায়েলের অপরাধের” জন্য ইসলামিক দেশগুলো দায়ী।।