এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১০ নভেম্বর : বাংলাদেশের কট্টরপন্থী মুসলিমরা উঠতে বসতে ভারতকে গালিগালাজ করে । ভারতীয় পন্য বয়কটের জন্য নিজের দেশের বাজারে ঘুরে ঘুরে রীতিমতো প্রচারও চালায় । কিন্তু ক্ষুধার বড় জ্বালা । পেটে টান পড়তেই এবার সাহায্যের জন্য ভারতের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান হিন্দু বিদ্বেষী তথা পাকিস্তানপন্থী মহম্মদ ইউনুস । দেশের বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল আমদানির অনুমতি দিয়েছেন তিনি । শুধু তাইই নয়, পুরোপুরি শুল্ক প্রত্যাহারও করে নেওয়া হয়েছে । ইতিমধ্যেই হিলি স্থলবন্দরে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের কাছ থেকে চাল নিতে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ।
জানা গেছে,বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় বন্দরের ১৩ জন আমদানিকারক প্রায় ৯১ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে । ইমপোর্ট পারমিট পাওয়ার পর এসব চাল আমদানি করবেন ব্যবসায়ীরা। আগামী সপ্তাহে বাংলাদেশের বাজারে আসতে পারে ভারত থেকে আমদানিকৃত চাল। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।
হিলি স্থলবন্দরের এক আমদানিকারক বলেন,’সরকার চাল আমদানির অনুমতি দেওয়ার পর ব্যবসায়ীরা আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে চাল আমদানিতে যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে তা খুবই কম। কারণ আগামী ১২ ডিসেম্বরের মধ্যে বাজারজাত করতে হবে। এ ছাড়াও এবার আরও কিছু নির্দেশনা দেওয়া আছে। যে প্যাকেটে চাল আমদানি করা হবে সেই প্যাকেটেই বাজারে বিক্রি করতে হবে এবং প্রতিদিনের আমদানি, বিক্রি ও মজুদের তথ্য স্থানীয় খাদ্য অফিসে জমা দিতে হবে।’ এই বিষয়ে হিলি স্থলবন্দরের উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেছেন,’চাল আমদানির জন্য ইমপোর্ট পারমিট এখনো কেউ পায়নি। পারমিট পেলে আমদানিকারকরা চাল আমদানি করতে পারবেন।’।