এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ এপ্রিল : কাশ্মীরের পহেলগামে ২৮ জনকে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করেছে লস্কর-ই-তৈবার পাকিস্তান ও কাশ্মীরের ৪ সন্ত্রাসী । হিন্দু পরিচয় নিশ্চিত হওয়ার পর ২৬ জন ভারতীয়কে ঠান্ডা মাথায় খুন করা হয় । গোটা ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষ শোকে মুহ্যমান । নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আজ দুপুর ১২ টায় ২ মিনিট নীরবতা পালনের কথা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট । রাজ্যের সর্বোচ্চ আদালতের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জারি করা একটা বিবৃতিতে বলা হয়েছে,মাননীয় প্রধান বিচারপতির ২৩.০৪.২০২৫ তারিখের আদেশ অনুসারে, জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের স্মরণে ২৪.০৪.২০২৫ তারিখ দুপুর ১২.০০ টায় দুই মিনিট নীরবতা পালন করা হবে। এই প্রসঙ্গে নিম্নলিখিত পদ্ধতি গ্রহণ করা হবে :
১) দুই মিনিট নীরবতা পালন শুরু হওয়ার ইঙ্গিত দিতে, সকাল ১১.৫৯ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত ঘণ্টা বাজানো হবে।
২) নির্ধারিত সময়ে, অর্থাৎ দুপুর ১২.০০ টায়, মাননীয় বিচারক, আইনজীবী, কর্মচারী এবং মাননীয় আদালতে উপস্থিত সকল ব্যক্তি উঠে দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করবেন।
৩) দুই মিনিট নীরবতা পালনের পর, দুপুর ১২.০২ মিনিটে আবারও একটি সংকেত ঘণ্টা বাজানো হবে নীরবতা পালনের সমাপ্তি চিহ্নিত করার জন্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে,পোর্ট ব্লেয়ার এবং জলপাইগুড়িতে অবস্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ, জুডিশিয়াল একাডেমি, বিজন ভবনে বিচারকদের অতিথিশালা এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা সহ মহকুমা আদালতে একই পদ্ধতি গ্রহণ করা হবে।
শুভেন্দু অধিকারী আদালতকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন,জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো সাহসী আত্মাদের সম্মান জানাতে আজ দুপুর ১২:০০ টায় দুই মিনিট নীরবতা পালনের কলকাতা হাইকোর্টের মহৎ সিদ্ধান্তের জন্য আমি মাননীয় হাইকোর্টকে অভিনন্দন জানাই। আমাদের সহ-নাগরিকদের স্মরণ এবং আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। জয় হিন্দ।’।

