এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ নভেম্বর : একটা জনস্বার্থ মামলার শুনানিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রদায়িক হিংসার ঘটনার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আজ বুধবারেই আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে । মূলত হিংসার বিবরণ ও পুলিশের পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন বিচারপতিদের বেঞ্চ । বেলডাঙার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচী। তিনি পুলিশের ব্যর্থতাকে দায়ি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানান । পাশাপাশি ঘটনার তদন্তভার এনআইএয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জানান কৌস্তব । জানা গেছে,বিস্তারিত রিপোর্ট দেখার পর বেলডাঙ্গাতে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত । যদিও রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন যে সংঘর্ষের ঘটনার পরে এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েনের পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ।
কিন্তু ঠিক কারণে মুর্শিদাবাদের বেলডাঙা সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল তা এখনও স্পষ্ট নয় । তবে মঙ্গলবার কলকাতার মুরলীধর লেনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে হাওড়ার শ্যামপুরের একটি দূর্গা মন্ডপে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের আরাধ্যের আঁকা ছবি টাঙ্গানোর জন্য ঠিক যেভাবে দাঙ্গা ছড়িয়েছিল প্রায় একই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে, বলে তিনি শুনেছেন ।
প্রসঙ্গত, হাওড়ার শ্যামপুরের ওই দুর্গাপূজো মণ্ডপে আগুন লাগানোর অভিযোগ ওঠে । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বিসর্জনের জন্য বের করা দুর্গা প্রতিমা । মঙ্গলবার শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের বেলডাঙায় হিন্দুদের উপর হামলার চিত্র বিস্তারিত বর্ণনাও করেছিলেন । তিনি আরো অভিযোগ করেছেন যে উপদ্রুত অঞ্চলে পরিদর্শনের জন্য বিজেপির কোন নেতাকেই যাওয়ার অনুমতি দিচ্ছে না পুলিশ । আজ বুধবার ফের তিনি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে বেলডাঙা যাওয়ার অনুমতি চাইবেন বলেও জানান।।