এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ জানুয়ারী : সন্দেশখালিতে ইডির উপর তৃণমূল নেতা শাহজাহান শেখের ‘রোহিঙ্গা বাহিনী’র হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারি বিষয়ে রাজ্য পুলিশের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুললো কলকাতা হাইকোর্ট । আজ সন্দেশখালি মামলায় রাজ্য পুলিশের পক্ষ থেকে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত । বিচারক তাকে প্রশ্ন করেন, ‘৩,০০০ অভিযুক্তের মধ্যে মাত্র ৪ জন গ্রেফতার কেন ?’ উত্তরে অ্যাডভোকেট জেনারেল জানান যে অভিযুক্ত ৩০০০ জন নয়,৮০০ থেকে ১,০০০ জন । উল্লেখ্য,সন্দেশখালিতে ইডি আক্রান্ত হওয়া এবং মূল অভিযুক্ত শাহজাহান শেখের এখনো পর্যন্ত হদিশ না পাওয়ায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছে । সেই সাথে পুলিশের তরফে ইডির বিরুদ্ধে এফআইআর রজু করায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে । এনিয়ে আজ সোমবার শুনানিতে প্রশ্ন তোলে খোদ কলকাতা হাইকোর্ট । এই মামলায় ন্যাজাট থানার হাতে তদন্তভার রাখা,৩০৭ ধারা প্রয়োগ না করা, এখনো পর্যন্ত শাহজাহানকে গ্রেফতার না করা নিয়ে রাজ্য পুলিশকে তীব্র ভর্ত্সনা করে কলকাতা হাইকোর্ট ।
জানা গেছে,এদিন আদালতের সামনে কেস ডাইরি পেশ করতে পারেননি অ্যাডভোকেট জেনারেল । ফলে প্রথমেই তাকে হাইকোর্টের ভর্ত্সনার মুখে পড়তে হয় । মঙ্গলবার আদালতে কেস ডাইরি আনার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দেন বিচারক।।