এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ ফেব্রুয়ারী : রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট । শুধু তাই নয়, জামিনের পাশাপাশি তদন্তে স্থগিতাদেশ দিয়ে রাজ্য পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতি কৌশিক চন্দ । এই মামলায় রিপাবলিক বাংলার পক্ষ থেকে ছিলেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি।
গত সোমবার উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালীর সন্ত্রাস কবলিত এলাকায় গিয়েছিল কেন্দ্রীয় মহিলা কমিশন । সেই খবর কভার করতে গিয়েছিলেন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান । কিন্তু বিকেল ৫ টা নাগাদ আচমকাই সন্তুকে গ্রেফতার করে পুলিশ । তাকে কার্যত টেনে হেঁচড়ে একটি টোটোয় চাপিয়ে নিয়ে যাওয়া হয় । রাতে তাকে সন্দেশখালি থানার লক আপে রাখা হয় ।
পরেরদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতাল নিয়ে যাওয়ার সময় সন্তুবাবু অভিযোগ করেন যে পুলিশ তাকে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহ করেছে ।
মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হয় সন্ত পানকে । পুলিশ ১০ দিনের জন্য সাংবাদিককে হেফাজতে চেয়ে আবেদন জানালেও বিচারক ৩ দিনের হেফাজত মঞ্জুর করেন । এরপর সন্তু পানের পরবর্তী জামিনের আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় রিপাবলিক বাংলা কর্তৃপক্ষ । বুধবার সওয়াল জবাবের সময় বিচারপতি সন্তুর বিরুদ্ধে যে সমস্ত ধারায় পুলিশ মামলা দায়ের করেছে তা নিয়েও প্রশ্ন তোলেন । বিচারপতির তরফে বিষয়টি ‘পরিকল্পনা মাফিক হতে’ পারে বলে সন্দেহ প্রকাশ করা হয় । পাশাপাশি সন্দেশখালীর তৃণমূলের বহু চর্চিত নেতা শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করে একজন সাংবাদিককে গ্রেপ্তারে পুলিশের বিশেষ আগ্রহ দেখে রাজ্য পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি । এরপর বিচারপতি কৌশিক চন্দ সাংবাদিকদকে জামিনের পাশাপাশি তদন্তে স্থগিতাদেশ দেন ।
উল্লেখ্য,বিগত এক মাস ধরে উত্তপ্ত উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালী । ইডির আধিকারিকদের নিজের রোহিঙ্গা বাহিনী দিয়ে পেটানোর পর থেকেই বেপাত্তা তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখ । তারপর থেকেই শাহজাহান এবং তার দুই সাগরেদ শিবু হাজরা এবং উত্তম সরদারের বিরুদ্ধে এলাকার সুন্দরী মহিলাদের রাতে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগ উঠতে শুরু করেছে । এছাড়া অভিযোগ করছে নামমাত্র মূল্যে বা জোর করে গ্রামবাসীদের জমি জায়গা দখল করে নিয়েছে শাহজাহান বাহিনী । ‘ন্যাশনাল কমিশন ফর উইমেন’ (NCW) এর চেয়ারপার্সন রেখা শর্মা এলাকা পরিদর্শন করেন এবং থানায় নির্যাতিতা মহিলাদের নিয়ে গিয়ে অভিযোগ নথিভুক্ত করেন । পাশাপাশি তিনি সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ।।