এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ মে : সন্দেশখালি ইস্যুতে পুলিশকে কাজে লাগিয়ে বিজেপিকে চেপে ধরার শাসকদলের প্লান আপাতত ভেস্তে গেল ! কারন আজ শুক্রবার বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের জামিন মঞ্জুর করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি নেত্রীর বিরুদ্ধে পরে আইপিসির ১৯৫ (এ) ধারা প্রয়োগ করায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারক । পাশাপাশি তিনি এই ধারা প্রয়োগ ‘আদালত অবমাননার শামিল’ বলেন মন্তব্য করেন । বিজেপি নেত্রী মাম্পি দাসকে এদিন ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় । আপাতত জেলা পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত প্রক্রিয়া চলবে বলে জানান বিচারক । এই মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৯ জুন ।
অন্যদিকে সন্দেশখালি-২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট । সন্দেশখালি নিয়ে ভুয়ো ভিডিও প্রচারের ঘটনায় সিবিআই তদন্ত এবং এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন গঙ্গাধর কয়াল। আজ শুক্রবার ছিল তাঁর করা মামলার শুনানি । সেই মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন যে আপাতত গঙ্গাধরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না । পাশাপাশি তিনি মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন । কারন সন্দেশখালির মূল মামলা প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন ।।