এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ ডিসেম্বর : লক্ষ কন্ঠে শ্রীমদ্ভাগবত গীতার স্তোত্রে মুখরিত হয়ে উঠল কলকাতা । আজ রবিবার সকাল ১১ টা থেকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সফল ভাবেই সম্পন্ন হল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ কর্মসূচি । সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি হলেও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে বসে শ্রদ্ধার সঙ্গে গীতাপাঠ করতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার,দিলীপ ঘোষসহ বিজেপি নেতাদের । তবে শুধু রাজ্যের বিজেপি নেতাদেরই গীতাপাঠে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল এদিন
গীতাপাঠে অংশগ্রহণের জন্য শনিবার থেকেই কলকাতায় জড়ো হতে শুরু করেন পূণ্যার্থীরা । ব্রিগেডে মোট ২০টি ব্লক তৈরি করা হয়েছিল । প্রতিটি ব্লকে ৫ হাজার জন করে ধর্মীয় গুরুকে বসানো হয় । মূল মঞ্চ ছিল ৩ টি । তার মধ্যে একটি মঞ্চে উপস্থিত ছিলেন শারদাপীঠাধীশ্বর জগদগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ । মূলত তিনিই পরিচালনা করেন সমগ্র অনুষ্ঠানটি ।
এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘গীতা জয়ন্তী’র শুভকামনা জানিয়ে সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ লেখেন,’মানবতার প্রতিটি সারাংশ গীতার শ্লোকগুলিতে নিহিত রয়েছে, যা সর্বদা আমাদের কর্মের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ‘গীতা জয়ন্তী’-তে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা। জয় শ্রী কৃষ্ণ !’