🌺 “কেউ কেউ মনে করে, আমার বুঝি জ্ঞান ভক্তি হবে না, আমি বুঝি বদ্ধজীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগল। তারাও ঘাস খায় বাঘের ছানাও ঘাস খায়। তারাও ‘ভ্যা ভ্যা’ করে সেও ‘ভ্যা ভ্যা’ করে। ক্ৰমে ছানাটা খব বড় হলো। একদিন ঐ ছাগলের পালে আর একটা বাঘ এসে পড়ল। সে ঘাসখেকো বাঘটাকে দেখে অবাক ! তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও ‘ভ্যা ভ্যা’ কর্তে লাগলাে। তাকে টেনে হিচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, দেখ, জলের ভিতর তাের মুখ দেখ—ঠিক আমার মত দেখ। আর এই নে খানিকটে মাংস—এইটে খা। এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগল। সে কোন মতে খাবে না-‘ভ্যা ভ্যা’ করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে । নতন বাঘটা বললে, ‘এখন বুঝছিস, আমিও যা তুইও তা, এখন আয় আমার সঙ্গে বনে চলে আয় ।’ তাই গুরুর কৃপা হলে আর কোন ভয় নাই । তিনি জানিয়ে দেবেন, তুমি কে, তােমার স্বরুপ কি।”
কথামৃত-২/৬/৩