এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ সেপ্টেম্বর : বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে শুরু হয়ে গেল রাজ্যের ৩ বিধানসভা কেন্দ্র ভবানীপুর,জঙ্গিপুর ও সামশেরগঞ্জর উপনির্বাচনের ভোট গ্রহন প্রক্রিয়া । কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এদিন সকাল ৯ টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে ৭.৫৭ শতাংশ । যেখানে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোটের হার যথাক্রমে ১৭ .৫১ শতাংশ ও ১৬.৩০ শতাংশ । তবে ওই ৩ আসনের মধ্যে গোটা দেশের নজর ভবানীপুরের হাইভোল্টেজ নির্বাচনের দিকে । কারন হাই প্রোফাইল এই আসনে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল মধ্যে কঠিন লড়াই হচ্ছে । পাশাপাশি শ্রীজীব বিশ্বাস সিপিআই (এম) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন । তিন প্রার্থীই ভোটের প্রচারে ঝড় তুলেছেন । আজ পরীক্ষা ব্যালট বাক্সে । মুখ্যমন্ত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে এই কেন্দ্রের ভোটের ফলাফলের উপর ।
এদিন ভোট গ্রহন শুরু হতেই সকাল থেকেই বুথ পরিদর্শনে বেড়িয়ে পড়েন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল । তাঁকে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা গেল । প্রিয়াঙ্কা অভিযোগ তোলেন,তৃণমূলের বিধায়ক মদন মিত্র বুথ দখলের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ৭২ নম্বর ওয়ার্ডের ভোটিং মেশিন বন্ধ করে দিয়েছেন । এছাড়া তিনি বুথ জ্যামের অভিযোগ তোলেন । ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপিরও অভিযোগ তোলেন প্রিয়ঙ্কা । যদিও তৃণমূলের তরফ থেকে ফিরহাদ হাকিম বিজেপি প্রার্থীর এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ।
৮টি ওয়ার্ড বিশিষ্ট ভবানীপুর কেন্দ্রেকে বলা হয় মিনি ইন্ডিয়া । কারন ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে গুজরাটি,পাঞ্জাবি প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস । মূলত এই ওয়ার্ডের উপর অনেকাংশে নির্ভর করছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল । বিগত বিধানসভায় এই ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল ২০৯২ ভোটে । এর পাশাপাশি ৭৪ নম্বর ওয়ার্ডের দিকেও নজর রয়েছে দুই দলের । কারন ৭৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল ৫৩৭ ভোটে । বাকি ৭১,৭২,৭৩,৭৭ প্রভৃতি ওয়ার্ডগুলিতে এগিয়ে ছিল তৃণমূল । তবে মূলত ৭০ ও ৭৪ নম্বর ওয়ার্ডকে পাখির চোখ করছে দুই দলই । এই দুই ওয়ার্ডে এগিয়ে থাকা মানে জয় নিশ্চিত বলে মনে করছে তৃণমূল ও বিজেপি । দুই যুযুধান পক্ষই জয়ের বিষয়ে আশাবাদী । এখন জনতা জনার্দনের মনে কি আছে তা জানা যাবে ৩ অক্টোবর উপনির্বাচনের ফলপ্রকাশের পর ।।