এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,১৩ মে : ভারত- পাকিস্তানের যুদ্ধের আবহে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে পাকিস্তানের প্রতি প্রেম উথলে উঠতে দেখা যাচ্ছে । সেই পাকিস্তান প্রেমেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দেশ ও দেশের সেনার প্রতি বিদ্বেষ মূলক পোস্ট করছে বলে অভিযোগ । কোথাও কোথাও তাদের তাৎক্ষনিক ‘চিকিৎসা’ও করে দিচ্ছে স্থানীয় মানুষ । এরকই একটা ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বারাসতে । রিজুয়ান কুরেশি নামে এক পাকিস্তান প্রেমী ও দেশদ্রোহীকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।
জানা গেছে,পেশায় কসাই রিজুয়ান কুরেশির বারাসতের চাপাডালি মোড়ের কাছে মাংসের দোকান রয়েছে ৷ রিজুয়ান সামাজিক মাধ্যমে একটি ভারতবিদ্বেষী পোস্ট করেছিল । সেই পোস্ট স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । সোমবার সকালে একদল যুবক রিজুয়ান কুরেশির দোকানে গিয়ে তাকে টেনে বের করে রাস্তায় নিয়ে আসে৷ তারপর শুরু হয় গনধোলাই ।
গনধোলাইয়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে একদল জনতাকে লুঙ্গি পরা রিজুয়ান কুরেশিকে ধরে এলোপাথাড়ি কিল,চড় ঘুষি মারতে দেখা যায় । রিজুয়ান পালানোর চেষ্টা করলে তার পিছু ধাওয়া করে ধরে ফেলে ক্ষিপ্ত জনতা । তারপর তাকে রাস্তায় ফেলে ব্যাপক লাথি মারা হয় ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাসত থানার পুলিশ । স্থানীয়দের তরফে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করস হয় । তবে অভিযুক্ত রিজুয়ান ও তার সঙ্গীরা পলাতক। পুলিশ জানিয়েছে, গনধোলাইয়ে যুক্তদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে ।।

