এইদিন ওয়েবডেস্ক,বরেলি(ইউপি),০৭ এপ্রিল : কপালে তিলক ও হাতে লাল তাগা পরে নিজেকে আশীষ নামে পরিচয় দিয়ে একজন দলিত তরুনীকে প্রেমের ফাঁদে ফেলেছিল ‘লাভ জিহাদি’ আসিফ কুরেশি । পেশায় কসাই ওই মুসলিম যুবক নিজেকে এলএলবি-র ছাত্র বলেও দাবি করে । ছাত্রীকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারিরীক সম্পর্ক করে । অবশেষে উত্তর প্রদেশের বরেলির পুলিশ মেয়েটির অভিযোগের ভিত্তিতে ওই ‘লাভ জিহাদি’কে গ্রেপ্তার করেছে । আসিফ কুরেশির কাছে আশীষের নামে একটি জাল আধার কার্ড পাওয়া গেছে, যে কার্ড দিয়ে সে হোটেল বুক করেছিল। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আশুতোষ শিবম জানিয়েছেন, আসিফ কুরেশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
জানা গেছে,ফরিদপুরের সরকারি কলেজে বিএ প্রথম বর্ষে অধ্যয়নরত ওই তরুনীর সাথে আসিফ কুরেশির পরিচয় হয় । আসিফ সব সময় হাতে লাল তাগা লাগিয়ে রাখত এবং কপালে তিলক পরত । নিজেকে আশীষের নামে পরিচয় দিত । নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ওই কলেজ পড়ুয়া মেয়েটিকে সে প্রেমের জালে ফাঁসায় । খবর অনুযায়ী, বৃহস্পতিবার (৩ এপ্রিল, ২০২৫) আসিফ কুরেশি তাকে নাভাদিয়া অশোক গ্রামের হাইওয়ের পাশে একটি হোটেলে নিয়ে যায় । সেখানে সে মেয়েটিকে ধর্ষণ করে। সেই সময় মেয়েটি জানতে পারে যে সে আশীষ নয়, বরং আসিফ কুরেশি এবং পেশায় একজন কসাই। ভীত মেয়েটি বাড়ি ফিরে তার পরিবারকে সবকিছু খুলে বলে। গত শুক্রবার (৪ এপ্রিল, ২০২৫) পরিবার থানায় পৌঁছে আসিফ কুরেশির বিরুদ্ধে এফআইআর দায়ের করে। পুলিশ তাকে গ্রেপ্তার করে।।