এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,০৬ ফেব্রুয়ারী : রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর থানার অন্তর্গত আগনা কাটা খাল এলাকা থেকে এক ব্যবসায়ীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার সোনু রাম (২৮) নামে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধারের পর অনুপ মন্ডল, দীপ হালদার, খোকন বৈদ্য এবং প্রদীপ ন্যায়বান নামে ওই চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।ঘটনার তদন্তে নেমে পুলিশ মোট পাঁচ অভিযুক্তের নাম পায় । পঞ্চম অভিযুক্ত রঞ্জিন চক্রবর্তীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
জানা গেছে,কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে জুতোর দোকান ছিল সোনু রামের ৷ গত ৩১ জানুয়ারী রাত ৮টা নাগাদ দোকান বন্ধ করে ধৃত অনুপ মণ্ডলের সঙ্গে তিনি কোথাও বেরিয়ে যান । স্ত্রীর ফোন করে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসার কথা জানান সোনু । কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি । বারবার ফোন করেও তাকে পাচ্ছিলেন না পরিবারের লোকজন । ওইদিন রাতেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয় । পরিবারের তরফে, পরে অপহরণের মামলা রুজু করা হয়েছিল।
জানা যায়, বারুইপুরের আগনা কাটা খাল থেকে কয়েকদিন ধরেই পচা দুর্গন্ধ পাচ্ছিল স্থানীয় বাসিন্দারা । খোঁজাখুঁজির পর একটি বাগানের মধ্যে একজন অজ্ঞাত পুরুষদের মৃতদেহ পড়ে থাকতে দেখে তারা । এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় । তদন্তে পুলিশ জানতে পারে যে কলকাতার আনন্দপুর থানা এলাকার বাসিন্দা সানু রামের দেহ এটি । কয়েকদিন ধরেই দেহ পড়েছিল বলে দাবি পুলিশের ।
এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে সোনুর অ্যাকাউন্ট থেকে রহস্যজনক ভাবে এক লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে সোনারপুরের বাসিন্দা অমিত নষ্করের অ্যাকাউন্টে । অমিত পুলিশের জেরায় স্বীকার করে অনুপ মন্ডল ও দিও হালদার এই টাকা ট্রান্সফার করেছিল। অনুপকে গ্রেফতার করে পুলিশ। সে খুন মৃতদেহ পাচারের কথা স্বীকারও করেছে বলে বলে দাবি পুলিশের ।
জানা যায়,এই ঘটনার তদন্তে নেমে পুলিশ মোট পাঁচ অভিযুক্তের নাম পায়, এদের মধ্যে অনুপ মন্ডল, দীপ হালদার, খোকন বৈদ্য ও প্রদীপ ন্যায়বান নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনার আর এক অভিযুক্ত রঞ্জিন চক্রবর্তীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ঠিক কি কারণে খুন করা হল ওই ব্যবসায়ীকে পুলিশ তা খতিয়ে দেখছে । মৃতদেহ উদ্ধার হয় বুধবার। আজ বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় বারুইপুর থানার পুলিশ।।