দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৮ আগস্ট : নিজের পোলট্রি ফার্ম থেকে নিখোঁজ হয়ে গেলেন এক পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার সিলুড়ি গ্রামের এক ব্যবসায়ী । নিখোঁজ ব্যবসায়ীর নাম সুজিত দত্ত (৩২) । খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) ধ্রুব দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় । কিন্তু এদিন সন্ধ্যা পর্যন্ত ওই ব্যবসায়ীর কোনো হদিশ করতে পারেনি পুলিশ । পরিবারের আশঙ্কা সুজিতবাবুকে খুন করা হয়েছে ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,কেতুগ্রাম থানার সিলুড়ি গ্রামের বাসিন্দা সুজিত দত্ত দীর্ঘদিন ধরে পোলট্রি ফার্ম চালিয়ে আসছেন । বাড়ির অদূরে মাঠের মাঝে রয়েছে তাঁর ফার্মটি । মুরগির দেখভাল করা ও পাহাড়া দেওয়ার জন্য রাতে ফার্মেই ঘুমতে যেতেন সুজিত । পরের দিন সকালে বাড়ি ফের বাড়ি ফিরে আসতেন । প্রতিদিনের মত সোমবার রাতেও ফার্মে ঘুমতে গিয়েছিলেন ওই যুবক । কিন্তু আজ মঙ্গলবার অনেক বেলা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে যায় ।
নিখোঁজ ব্যবসায়ীর মা কণিকা দত্ত বলেন,’ছেলে ফার্মের যে ঘরে ঘুমতো সেই ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পাই । ঘরের বিছানা ও বালিশের নীচে রক্তও দেখতে পাওয়া যায় । আমার সন্দেহ কেউ বা কারা আমার ছেলেকে খুন করেছে ।’
জানা গেছে,ওই যুবকের সন্ধানে আশপাশের এলাকায় বহু খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা । কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি । শেষে কেতুগ্রাম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে । পুলিশ জানিয়েছে,নিখোঁজ যুবকের সন্ধান চলছে ।।