এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১২ জুন : কর্ণাটকের বেঙ্গালুরুতে বিদেশী ইউটিউবারকে অকারণ হয়রানির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে রবিবার বেঙ্গালুরুর চিকপেটের(Chicpet) একটা বাজারে । ভাইরাল হওয়া এই ভিডিওতে নেদারল্যান্ডসের পেদ্রো মোটা (Pedro Mota) নামে এক ইউটিউবার ওই বাজারে ভিডিও শ্যুট করছিলেন । সেই সময় নবাব হায়াত শরীফ নামে ওই ব্যবসায়ী ইউটিউবারের বাম হাত টেনে ধরেন ৷ বিদেশি নাগরিক তাকে ‘নমস্তে, নমস্কার’ বলেন । তখন হায়াত শরীফ বলে, ‘নমস্কার কি..?’ এবং সে ভিডিও রেকর্ডিং বন্ধ করতে বলে । তারপর কোনো রকমে হায়াত শরীফের খপ্পর থেকে পালিয়ে যান ওই ইউটিউবার । যদিও আশেপাশে তখন বেশ কয়েকজন ইউটিউবার ছিলেন ।
জসপাল সিং নামে এক ব্যক্তি এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এবং ঘটনার ব্যাপক নিন্দার ঝড় উঠেছে।
ব্যাঙ্গালোরনগর পুলিশ সংবাদ সংস্থা এ এন আইয়ের টুইট রিটুইট করেছে এবং লিখেছে,’এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিদেশী পর্যটকদের সাথে এমন কোনো দুর্ব্যবহার সহ্য করা হবে না ।’ জানা গেছে,কটন টাউন থানা পুলিশ নিজ উদ্যোগে মামলা দায়ের করেছ এবং ঘটনার সাথে জড়িত নবাব হায়াত শরীফকে গ্রেফতার করে ।
তবে বিদেশি ইউটিউবারকে হেনস্থার ঘটনা এই প্রথম নয় । গত বছরের ডিসেম্বরে একজন দক্ষিণ কোরিয়ার ইউটিউবার লাইভ স্ট্রিমিং করার সময় মুম্বাইয়ের রাস্তায় মোবিন চাঁদ মোহাম্মদ শেখ এবং মোহাম্মদ নকীব সদরেলাম আনসারি নামে দুই ব্যক্তির দ্বারা হয়রানির শিকার হন । ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এর পরেই মুম্বাই পুলিশ ওই দু’জনকে পাকড়াও করে ।।