এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),১৪ ফেব্রুয়ারী : পুলিশের নজর এডিয়ে দীর্ঘদিন ধরে দোকানে বে আইনিভাবে ওষুধ বিক্রি করছিলেন এক ব্যাবসায়ী । শেষে গোপন সুত্র থেকে খবর পেয়ে বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপসহ এক ব্যাবসায়ীকে গ্রেফতার করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃত ব্যাবসায়ীর নাম তজিবুর রহমান (২৩) । রবিবার রাতে হরিশচন্দ্রপুর থানার বারদুয়ারী এলাকায় যুবকের দোকান থেকে তাঁকে ১১৫ বোতল ফেনসিডিল ও কোরেক্স সিরাপসহ গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । সোমবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে জেল হেফাজতে পাঠানো হয় ।
জানা গেছে,তজিবুর রহমানের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মালিওর-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঘবপুর গ্রামে । বারদুয়ারী এলাকায় তিনি একটি ওষুধের দোকান চালাতেন । অভিযোগ,তাঁর দোকানের কোনও বৈধ লাইসেন্স নেই । আর ওষুধ বিক্রির নামে তিনি মূলত অ্যালকোহল বহুল নিষিদ্ধ সিরাপ বিক্রি করতেন । হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, ওই যুবক বেআইনিভাবে ওষুধের দোকান চালাচ্ছিলেন । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিলে ১১৫ বোতল নিষিদ্ধ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে । দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে । এদিন ধৃতকে আদালতে তোলা হয় । সেই সঙ্গে বিষয়টি মালদা ড্রাগ কন্ট্রোল অফিসে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,শুধু ওই একটি দোকানই নয়,গোটা এলাকায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অসংখ্য বেআইনি ওষুধের দোকান । আর তার আড়ালে রমরমা চলছে তরল মাদকের ব্যাবসা । ফলে নেশাগ্রস্থ হয়ে পড়ছে ভবিষ্যৎ প্রজন্ম । দিনের পর দিন ধরে এই অবৈধ কারবার চললেও প্রশাসন কার্যত নির্বিকার ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষ । সেই প্রশ্ন তুলেছেন ড্রাগ কন্ট্রোল বিভাগের ভূমিকা নিয়েও ।।