জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),২৩ সেপ্টেম্বর : দুর্গাপুজো মানেই নতুন পোশাক। ধনী থেকে গরীব প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো নতুন পোশাক কেনে। মোটামুটি এইসময় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় উপচে পড়ে কাপড়ের দোকানগুলোতে । কর্মরত কর্মীরা বিশ্রামের সুযোগ পায়না। করোনার আতঙ্ক কাটিয়ে প্রায় দু’বছর পর পূর্ণোদ্যমে দুর্গাপুজো হতে চলেছে। ফলে ব্যবসায়ীদের মনে আশা ছিল গত দু’বছরের মন্দা কাটিয়ে এবার হয়তো ভাল ব্যবসা করা যাবে। কিন্তু কি আশ্চর্য পুজোর মাত্র কয়েকদিন আগেও, শহর অথবা গ্রাম, দোকানগুলো কার্যত ফাঁকা। স্বাভাবিক ভাবেই হতাশা দেখা যাচ্ছে দোকান মালিকদের মধ্যে।
কথা হচ্ছিল পূর্ব বর্ধমান জেলার গুসকরার জনৈক কাপড়ের দোকানের মালিক বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে । তিনি বলেন,’পুজো উপলক্ষ্যে এখনো পর্যন্ত দোকানে সেভাবে ভিড় হচ্ছেনা। টুকটাক বিক্রি হচ্ছে। হয়তো ধান উঠলে একটু বিক্রি বাড়তে পারে। সেই আশায় আছি।’ অপর এক কাপড়ের দোকানের মালিক অশেষ দত্ত বললেন,’বিভিন্ন এলাকার মানুষ আমাদের দোকানে কাপড় কিনতে আসে। আপাতত অন্যান্য বারের তুলনায় বিক্রি খুবই কম । প্রতি বছর এই সময় চার-পাঁচজন ছেলেকে অস্থায়ীভাবে নিয়োগ করে থাকি। এবার সেটা হয়নি। হয়তো চাকরিজীবিদের বেতন হলে কিছুটা বিক্রি বাড়তে পারে ।’
এদিকে দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে । রবিবার মহালয় । তাই পূজোর আর হাতে গোনা মাত্র ক’টা দিন বাকি । ফলে মাঝের এই ৭-৮ টা দিনের মধ্যে কতটা বিক্রিবাটা হবে বা আদপেই বাজার জমবে কিনা এনিয়ে সংশয়ে রয়েছেন বস্ত্র ব্যবসায়ীরা।।