এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে চুরি গেল আস্ত ট্যুরিস্ট বাস ৷ অবশ্য বাসে লাগানো গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) থেকে বাসের অবস্থান জানতে কোনো অসুবিধাই হয়নি কাটোয়া থানার পুলিশের । চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নদিয়া জেলার নবদ্বীপ রেলস্টেশনের কাছ থেকে বাসটি উদ্ধার করে পুলিশ । তখন সেখানেই ছিল বাস চোর মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানা এলাকার চককাকমারি বাসিন্দা সুরত শেখ (২৪) । পুলিশ শনিবার রাতে তাকে গ্রেফতার করে কাটোয়ায় নিয়ে আসে । আজ রবিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৩ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয় । ধৃতকে জেরা করে এই চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ ।
জানা গেছে,চুরি যাওয়া বাসটির মালিক কাটোয়া শহরের বাসিন্দা সুজয় খান নামে জনৈক এক ব্যাবসায়ী ৷ কাটোয়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে তাদের । শনিবার বিকেল ওই বাসটি এজেন্সির অফিসের সামনেই বাসটি দাঁড় করানো ছিল । বিকেল চারটে নাগাদ হঠাৎ বাসটি উধাও হয়ে যায় । সুজয় খান বলেন, ‘আগে থেকেই বাসে জিপিএস লাগানো হয়েছিল । বাসটি উধাও হয়ে যাওয়ার পর জিপিএস খতিয়ে দেখে জানতে পারি যে বাসটি নবদ্বীপ দিয়ে যাচ্ছে ৷ বাসটি চুরি হয়ে গেছে বুঝতে পেরে দেরি না করে কাটোয়া থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানাই ।’
পুলিশ সূত্রে খবর,অভিযোগ পাওয়ার পরে নবদ্বীপে হানা দেয় কাটোয়া থানার পুলিশের একটি দল । পুলিশ নবদ্বীপ রেলস্টেশন সংলগ্ন জোড়া ব্রীজের কাছে বাসটি দাঁড় করানো অবস্থায় দেখতে পায় । তারপর বাসটিকে ঘিরে রেখে পুলিশ ভিতরে ঢুকলে দেখতে পায় যে বাসের ভিতরেই বসে রয়েছে সুরত শেখ । পুলিশ তাকে পাকড়াও করে এবং চোরসহ বাসটি আজ সকালে কাটোয়া থানায় নিয়ে আসে । ধৃতকে প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে যে সে বাসটি নিয়ে নদীয়া জেলার চাকদহ যাওয়ার পরিকল্পনা করেছিল । কিন্তু তার আগেই পুলিশ সেখানে চলে যাওয়ায় তার সেই পরিকল্পনা বানচাল হয়ে যায় । এদিকে প্রকাশ্য দিবালোকে বাসস্ট্যান্ড এলাকা থেকে আস্ত একটা বাস চুরি হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।