এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৮ জুলাই :বিজেপির জমানায় কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বোরখা পরার দাবিতে বিক্ষোভ ও হিংসার ঘটনা ঘটেছিল । যা ঘিরে তোলপাড় হয়েছিল গোটা দেশ । বর্তমানে কর্ণাটকের শাসনভার কংগ্রেসের হাতে । এবারে বোরখাকে নিয়ে এক বাসচালকের কট্টরপন্থী মানসিকতা প্রকাশ্যে এল । বোরখা না পরায় ছাত্রীদের বাসে চড়তেই দেয়নি ওই বাস চালক । জানা গেছে, বাসে ওঠার আগে চালক ছাত্রীদের ধর্ম পরিচয় জানতে চায় । কর্ণাটকের কমলাপুর তালুকের ওকলি গ্রামের বাসিন্দা এই ছাত্রীরা জানায় যে তারা ইসলাম ধর্মাবলম্বী । এরপর ছাত্রীদের বোরখা পরতে না দেখে বাসচালক তাদের অনেক উপদেশ দেয় । কিন্তু ছাত্রীরা বোরখা পরতে অস্বীকার করলে চালক তাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে । চালক সাফ জানিয়ে দেয় যে বোরখা ছাড়া কোনো মুসলিম ছাত্রীকে বাসে তুলবে না । শেষ পর্যন্ত তিনি ছাত্রীদের বাসে উঠতে দেননি । এমনকি হিজাব ও স্কার্ফ পরা মেয়েদেরও বাসে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ ।
জানা গেছে,স্থানীয় বাসিন্দা ও বাকি বাসযাত্রীরা এই বিষয়ে হস্তক্ষেপ করলে চালক প্রসঙ্গ ঘোরানোর জন্য বলে যে বাস খারাপ হওয়ায় ছাত্রীরা হট্টগোল করছে । এই বিষয়ে কর্ণাটকের পরিবহণ মন্ত্রী রামালিঙ্গা রেড্ডির মন্তব্য,’বাস চালক অন্যায় কাজ করেছে । মেয়েরা কি পোশাক পরবে সেটা তারাই ঠিক করবে, ওটা মেয়েদের অধিকার ।’ তিনি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ।।