এইদিন ওয়েবডেস্ক,মধুবনী(বিহার),১৪ নভেম্বর : বিহারের মধুবনী জেলার বেনিপট্টি থানা এলাকায়
জাতীয় সড়কের পাশ থেকে এক সাংবাদিকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করল পুলিশ । মৃতের নাম বুদ্ধিনাথ ঝা ওরফে অবিনাশ (২৪) । বেনিপট্টি বাজারের লোহিয়া চকে তাঁর বাড়ি । জানা গেছে, গত ৯ নভেম্বর রাত্রি ৯ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন । পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাঁর কোনও সন্ধান পায়নি । তারপর গত ১১ নভেম্বর ভাই চন্দ্রশেখর এনিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন । এদিকে অভিযোগ পেতে নিখোঁজ যুবকের সন্ধান চালাতে শুরু করে পুলিশ । কিন্তু পুলিশও তাঁর কোনও হদিশ করতে পারেনি । শেষে শুক্রবার গভীর রাতে মধুবনীর বেনিপট্টি-বসৈঠা জাতীয় সড়কের (Benipatti-Basaitha NH 52) ধারে ঝোপজঙ্গলের মধ্যে বস্তা বন্দি অবস্থায় ওই যুবকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে বেনিপট্টি থানার পুলিশ । বুদ্ধিনাথ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিকতা করতেন বলে জানা গেছে ।
পরিবারের দাবি,এলাকার বেআইনি বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই সরব হতে দেখা যাচ্ছিল বুদ্ধিনাথকে । তথ্য অধিকার আইনের(RTI)-এর মাধ্যমে ওই নার্সিংহোমগুলি সম্পর্কে তিনি বেশ কিছু গোপন তথ্যও সংগ্রহ করে ফেলেছিলেন । তারপর এনিয়ে লাগাতার লেখালেখি করতে শুরু করেছিলেন বুদ্ধিনাথ । ওই হাসপাতালগুলির বিরুদ্ধে আইনত ব্যাবস্থা নেওয়ার দাবি তুলছেন তিনি ।
মৃতের ভাই ত্রিলোকনাথ ঝার দাবি, ‘তার পর থেকেই বেআইনি নার্সিংহোমগুলির মালিকরা আমার দাদাকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করতে শুরু করে । এনিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনাও সেরে নিয়েছিল । তারপর গত ৯ তারিখে রাত্রি ৯ টার পর স্থানীয় ফোটোথেরাপি ক্লিনিক থেকে দাদা হঠাৎ নিখোঁজ হয়ে যায় ।’ পরিবারের পক্ষ থেকে এনিয়ে স্থানীয় ১১ টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে । দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ ।।