এইদিন ওয়েবডেস্ক,বুরকিনা ফাসো,১১ আগস্ট : বুরকিনা ফাসোতে জিহাদি হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছে । এই হামলার ঘটনাটি ঘটে গত রবিবার বুরকিনা ফাসোর টোগোলিজ সীমান্তের কাছে মধ্য-পূর্ব অঞ্চলে । নিহতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় ব্যবসায়ী রয়েছে বলে জানা গেছে । যদিও স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, নিহতের সংখ্যা ২৫ এবং এক ডজন মানুষ আহত হয়েছে । একটি এনজিওর পরিসংখ্যান অনুযায়ী, বুরকিনা ফাসোতে জিহাদি হামলায় ১৬,০০০ এরও বেশি নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে এবং চলতি বছরের শুরু থেকে এযাবৎ মৃত্যু ৫,০০০ এরও বেশি মানুষের । বাস্তুচ্যুত হয়েছে ২০ লক্ষেরও বেশি মানুষ । এটি আফ্রিকার সবচেয়ে খারাপ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি সংকটগুলির মধ্যে একটি ।
প্রসঙ্গত,ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ২০২২ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে লেফটেন্যান্ট-কর্নেল পল-হেনরি সান্দাওগো দামিবাকে ক্ষমতাচ্যুত করে বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করেছিলেন । সান্দাওগো সেই বছরের জানুয়ারিতে দেশের সর্বশেষ নির্বাচিত রাষ্ট্রপতি রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরকে পদচ্যুত করেছিলেন । দুই অভ্যুত্থানের পিছনে ২০১৫ সালে প্রতিবেশী মালি থেকে ছড়িয়ে পড়া জিহাদি বিদ্রোহ প্রতিরোধে ব্যর্থতার প্রতি ক্রোধ কাজ করছিল । কারন জিহাদি হামলার জেরে হাজার হাজার মানুষকে জীবন হারাতে হয়েছে বুরকিনা ফাসোতে ।।