দিব্যেন্দু রায়,বর্ধমান,২৯ জুলাই : ফের নিজেদের দক্ষতা প্রমান করল পূর্ব বর্ধমান জেলার কিশোর কিশোরীরা । আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ থেকে ছিনিয়ে নিয়ে এল ৪০ টি পদক । বিশেষ করে বর্ধমানের মেয়েরা পেয়েছে নজরকাড়া সাফল্য । ইশানি গুপ্তা, শ্রেয়সী ঘোষ এবং মেঘনা রায় কাতা ও কুমিতেতে ২টি করে স্বর্ণপদক জিতেছে । এছাড়া অয়ন্তিকা সাহা, মণিমালা দাস এবং বৈদ্যুতি মন্ডল পেয়েছে একটি করে স্বর্ণপদক ।
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল “অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ – ইন্ডিয়ান চ্যালেঞ্জর্স কাপ“-এর আসর । অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এবং ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিত সেনের তত্ত্বাবধানে গত ২৬ থেকে ২৮ জুলাই ৩ দিন ধরে চলে এই প্রতিযোগিতা । ভারত ছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওমান ও ভুটানের প্রায় ৬৫০০ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমীর তরফ থেকে ২৮ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে ।
একাডেমীর প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন, মোট ২৮ জন প্রতিযোগীর মধ্যে অংশগ্রহণ করে । তারা কাতা ও কুমিতে বিভাগে ৯টি সোনা, ১১টি রুপো এবং ২০টি ব্রোঞ্জ মিলে মোট ৪০ টি পদক জিতেছে । আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় শিষ্যশিষ্যাদের এই অভাবনীয় সাফল্যে তিনি উচ্ছ্বসিত । আজ রবিবার দেবাশীষবাবু ‘এইদিন’কে বলেন, ‘অতগুলো দেশের প্রতিযোগিদের মধ্যে এই প্রকার সাফল্য অর্জন সত্যিই গর্বের বিষয় । আজ আমার যে কি প্রকার আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারব না । ওরা আমার যথাযথ সম্মান রেখেছে ৷’।