প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৫ সেপ্টেম্বর : রাজ্যে অব্যাহত শুটআউটের ঘটনা। পূর্ব বর্ধমানের পর এবার শুটআউটের ঘটনা ঘটলো পড়শী জেলা বাঁকুড়ায় । মঙ্গলবার দুপুরে বাইকে চেপে আসা দুস্কৃতীরা বাঁকুড়ার কোশিয়াকোল মোড়ে একটি চারচাকা গাড়ির আরোহীদের লক্ষকরে পরপর গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনায় জখম চারচাকা গাড়ির তিনি আরোহীকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে এই শুটআউটের ঘটনা বাঁকুড়ায় ঘটলেও জড়িয়ে গিয়েছে শাসক দল ও পূর্ব বর্ধমান জেলার নাম ।
বাঁকুড়ায় দুস্কৃতিদের ছোড়া গুলিতে জখম হয়েছেন
পূর্ব বর্ধমানের গলসি-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি নেতা নুরমহম্মদ শা ওরফে টগর।তাঁর মাথায় গুলি লেগেছে বলে জানা গিয়েছে।গুলিবিদ্ধ হয়েছেন গলসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী সেখ জিয়াবুল হক ওরফে বাগাই। টগরের বাড়ি গলসি থানার তেতুলমুড়িতে। আর বাগাই গলসির দয়ালপুর গ্রামের বাসিন্দা।একই গাড়িতে তাদের সঙ্গে গোহগ্রামের তৃণমূল নেতা সেখ রবিউল সহ আরো কয়েকজন ছিল ।
এদিন বিকালে নুরমহম্মদ শা ওরফে টগরের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির সবাই আতঙ্কিত হয়ে রয়েছেন । টগর কেমন আছে জানতে তার বাড়িতে প্রতিবেশীরা যাওয়া আসা করছেন। আতঙ্কিত চোখ মুখ নিয়ে টগরের মা রাবিয়া শা বলেন,এদিন সকালে কয়েকজন ছেলে আমার বাড়িতে আসে । আমি তাদের জিজ্ঞেস করি তোমরা করা ? আমার ছেলে টগর কে কোথায় নিয়ে যাচ্ছ ?উত্তরে ওই ছেলেরা শুধু বলে আমাদের চিনতে পারছো না! পরে ওই ছেলেদের সঙ্গেই একটি চারচাকা গাড়িতে চেপে আমার ছেলে চলে যায় । দুপুরে জানতে পারি আমার ছেলেকে কেউ গুলি করেছে। কারা , কেন গুলি চালালো তার কিছুই জানেন না বলে রাবিয়া শা মন্তব্য করেছেন ।
আর টগর জানিয়েছেন, তিনি তেঁতুলতুড়ি থেকে বর্ধমান যাবার জন্য দাড়িয়ে ছিলেন। ওইসময় বাগাই তাকে বলে একবার বাঁকুড়ার আদালতে যেতে হবে। এরপরই তিনি তাদের সাথে বাঁকুড়া আদালতে যান।সেখানে পৌছে জানতে পারেন,আদালতের নির্দেশে জেল থেকে মুক্তি হয়েছে সদ্দাম সেখের। তাকে নিয়ে তারা আদালত থেকে বেরিয়ে আসার খানিকটা পরেই তাদের গাড়ি লক্ষ করে একের পর এক গুলি চালাই দুস্কৃতীরা।টগর জানান,তাঁর মাথায় গুলি লাগে । আর সেখ জিয়াবুল হক ওরফে বাগাইয়ের বেশ কয়েকটি গুলি লেগেছে।পুলিশ তাদের বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ।
গলসির গোহগ্রামের বাসিন্দা সেখ রবিউল বলেন,
আমরা বাঁকুড়া আদালত থেকে বের হতেই একটি বাইকে চেপে দুইজন তাদের পিছু নেয়।বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে কোশিয়াকোল মোড়ের কাছে তাদের গাড়ি পৌছায়। এর কয়েক মুহুর্তের মধ্যে ওই দু’জন সেখানে পৌছে তাদের গড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় । কেন কি কারণে ওই দু’জন তাদের গাড়ি লক্ষকরে গুলি চালালো তার কিছুই বুঝে উঠতে পারেন নি বলে সেখ রবিউল জানিয়েছেন ।
ঘটনার পিছনে রাজনৈতিক শত্রতা নাকি অন্য কোন কারন রয়েছে তা খতিয়ে দেখছে বাঁকুড়া জেলা পুলিশ।পাশাপাশি ওই দুস্কৃতিদের ধরতে পুলিশ সর্বত ভাবে প্রচেষ্টা চালাচ্ছে । তবে এদিন রাত পর্যন্ত কেউ ধরা পড়ার খবর পাওয়া যায়নি ।।