প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২০ ডিসেম্বর : কেন্দ্রের সরকারের তরফে দেশের সেরা প্রকল্প হিসাবে নির্বাচিত করা হয়েছে বাংলার ’দুয়ারে সরকার’ প্রকল্পকে। আগামী ৭ জানুয়ারি রাজ্যকে পুরস্কার প্রদান করবেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে সরকার’ প্রকল্প দেশের সেরা প্রকল্প হিসাবে গন্য হওয়ায় উৎফুল্ল শাসক দলের পূর্ব বর্ধমানের জনপ্রতিনিধিরা।স্বীকৃতি প্রাপ্তির জন্য তাঁরা মঙ্গলবার নিজ নিজ ব্লক প্রশাসনের আধিকারিক ও সাধারণ মানুষজনকে শুভেচ্ছা জানালেন, মিষ্টি মুখও করালেন । এর কারণ হিসাবে জনপ্রতিনিধিরা দাবি করেন,জনগণ প্রশাসনের আধিকারিকদের স্বতস্ফূর্ত অংশ গ্রহন ও সহযোগীতাতেই ’দুয়ারে সরকার প্রকল্প সার্থক রুপ পেয়েছে।শুভেচ্ছা পেয়ে আপ্লুত প্রশাসনের আধিকারিকরাও ।
‘দুয়ারে সরকার’ প্রকল্পের সেরা স্বীকৃতি পাওয়া নিয়ে এদিন সেলিব্রেশনে মাতোয়ারা হন জেলার খণ্ডঘোষ ও জামালপুর ব্লকের শাসক দলের জনপ্রতিনিধিরা। খণ্ডঘোষের জেলাপরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে একদল জনপ্রতিনিধি এদিন বিকালে বিডিওর দপ্তরে পৌছে যান।’দুয়ারে সরকার’ প্রকল্প দেশের সেরা প্রকল্প হিসাবে মান্যতা পাবার জন্য অপার্থিব ইসলাম সহ অন্য জনপ্রতিনিধিরা মিলে প্রথমে পুষ্পস্তবক হাতে দিয়ে বিডিও সত্যজিৎ কুমারকে শুভেচ্ছা জানান।পরে বিডিওর হাতে তারা মিষ্টির প্যাকেট তুলে দেন। একই ভাবে ব্লক প্রশাসনের অন্য সকল আধিকারিকদের হাতেও পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে অপার্থিব ইসলাম সহ অন্য জনপ্রতিনিধিরা শুভেচ্ছা জানান ।হঠাৎ করে শুভেচ্ছা প্রদানের কি কারণ থাকতে পারে তা প্রথমে আঁচ করতে পারেন নি বিডিওসহ অন্য আধিকারিকরা।পরে শুভেচ্ছা পাবার কারণ জেনে তাঁরা সবাই আপ্লুত হন।
অপার্থিব ইসলাম বলেন ,বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা তার মস্তিষ্কপ্রষূত ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিলেন। যখন তিনি এই প্রকল্প চালুর কথা ঘোষনা করেন তখন বিরোধীদের অনেকেই নানা ভাবে কটাক্ষ করেছিল ।আজ সেই প্রকল্পকেই দেশের সেরা প্রকল্পের স্বীকৃতি দিল কেন্দ্রের মোদী সরকার । আগামী ৭ জানুয়ারি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু রাজ্যের প্রতিনিধির হাতে এইসংক্রান্তপুরস্কার তুলে দেবেন ।
অরার্থিব বাবু বলেন,’দুয়ারে সরকার’ প্রকল্প সার্থক
ভাবে রুপায়নের জন্য প্রশাসনের আধিকারিকদের
আন্তরিক সহযোগীতা মিলেছে। ব্লকের পঞ্চায়েত গুলিতে হওয়া দুয়ারে সরকারের ক্যাম্প সার্থক রুপ পেয়েছে বহু মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে । তাঁদের আবেদন অনুয়ায়ী সরকারী প্রকল্পের সুবিধা দিতে প্রশাসনের আধিকারিকরাও যথাসাধ্য কাজ করেছেন ।এইসব কথা মাথায় রেখেই ’দুয়ারে সরকার’ প্রকল্প সেরার স্বীকৃতি পাবার জন্য বিডিও সহ ব্লক প্রশাসনের আধিকারিকদের এদিন শুভেচ্ছা জানানো হয় বলে অপার্থিব ইসলাম।
বিডিও (খণ্ডঘোষ) সত্যজিৎ কুমার বলেন,রাজ্য সরকারের ’দুয়ারে সরকার’ প্রকল্প কেন্দ্রীয় সরকারের বিচারে সেরা প্রকল্পের স্বীকৃতি পেয়েছে।
এই স্বীকৃতি প্রাপ্তির জন্য ব্লকের জনপ্রতিনিদিরা এদিন আমাকে এবং অন্য আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন। ’দুয়ারে সরকার’ প্রকল্পের ক্যাম্প থেকে সাধারণ মানুষকে পরিষেবা দেবার জন্য ব্লকের সকল আধিকারিক অক্লান্ত পরিশ্রম করেছেন।এরজন্য শুভেচ্ছা পেয়ে ভালো লাগলো । আধিকারিকরাও এমন কাজ সফল করার জন্য আগামী দিনে আরও আগ্রহী হবেন। রাজ্য সরকারের প্রকল্প দেশের সেরা হিসাবে গণ্য হওয়ার জন্য আমরাও গর্বিত বলে বিডিও মন্তব্য করেছেন।
একই দিনে জামালপুর ব্লকের চকদিঘী গ্রাম পঞ্চায়েত প্রধান গৌরসুন্দর মণ্ডল পঞ্চায়েত কর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে ষেলিব্রেশন অনুষ্ঠানের
আয়োজন করেন। সবাইয়ের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে ও কেককেটে তাঁরা ’দুয়ারে সরকার’ প্রকল্পের
সেরা স্কীকৃতি প্রাপ্তির সেলিব্রেশনে মাতোয়ারা হন।
প্রধান গৌরসুন্দর মণ্ডল বলেন, ’দুয়ারে সরকার’ প্রকল্প নিয়ে বিরোধীরা অনেক কটাক্ষ করেছিল ।
সেইসব কটাক্ষের জবাব কেন্দ্রের মোদী সরকারই জবাব দিয়ে দিয়েছে । মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত দুয়ারে সরকার প্রকল্প আগামী দিনে গোটা দেশকেই দিশা দেখাবে বলে প্রধান দাবি করেন ।।