শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৭ এপ্রিল : জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লরির পিছনে ধাক্কা দিল অন্য একটি পাথর বোঝাই লরি । এই ঘটনায় জখম হয়েছে পিছনের গাড়ির চালক ও খালাসি। আজ সোমবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান বোলপুর টু বি জাতীয় সড়কের আউসগ্রামের বড়াগ্রাম সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পাথর বোঝাই লরি বর্ধমানের দিকে যাচ্ছিল। বড়াগ্রাম সংলগ্ন এলাকায় মাঠের সাবমার্সিবল থেকে পানীয় জল সংগ্রহ করার জন্য লরিটি থামায় চালক। গাড়ির খালাসি মাঠে নেমে বোতলে পানীয় জল ভরছিলেন সেই সময় বর্ধমানগামী অন্য একটি পাথর বোঝাই লরি দাঁড়িয়ে থাকা ওই লরিটির পিছনে সজরে ধাক্কা মারে। দাঁড়িয়ে থাকা লরির পিছনের অংশ ও পিছনের গাড়িটি সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভিতর আটকে পড়ে চালক ও খালাসি। ভাতার থানার ওড়গ্রাম ক্যাম্পের পুলিশ ও স্থানীয় মানুষ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে চালক ও খালাসিকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আউশগ্রামের গুসকরা ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে উদ্ধার করা হয়।।