প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৭ মে : মমতা বন্দ্যেপাধ্যায় তৃতীয় বারের জন্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার দু’দিনের মধ্যেই এক কন্যাশ্রী কন্যার হাত ধরে বাংলার মুকুটে যুক্ত হল সাফল্যের নয়া পালক । পূর্ব বর্ধমানের মেমারি নিবাসী ছাত্রী দিগন্তিকা বোসের তৈরি ‘ভাইরাস ধ্বংসকারী মাস্ক’ “গুগল” বিশ্ব সেরা দশটি অনুপ্রেরণামূলক ডিজাইনের মধ্যে স্থান করে নিল । দিগন্তিকা এই সাফল্য অর্জনের সাথে সাথেই বিশ্বের দরবারে আবারও সমাদৃত হল মূখ্যমন্ত্রীর স্বপ্নের ’কন্যাশ্রী প্রকল্প’ । একই সাথে বিশ্বজয়ের নজির গড়লেন এই বাংলারই এক কন্যাশ্রী কন্যা। দিগন্তিকার এই সাফল্যে কথা জেনে উচ্ছ্বসিত মেমারির বিধায়ক মুধুসূদন ভট্টাচার্য্য ও আপামোর মেমারির বাসিন্দা ।মেমারির বিধায়ক জানিয়েছে, বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে দিগন্তিকা কে সম্বর্ধনা দেবেন ।
মেমারি শহরের সুলতানপুর এলাকায় বাড়ি কৃতী ছাত্রী দিগন্তিকা বেসের । সে মেমারির বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিররের (শাখা -২) দ্বাদশ শ্রেণীর ছাত্রী । ইতিমধ্যেই বিজ্ঞানের ১১ টি নতুন বিষয় নিয়ে আবিস্কার সম্পূর্ণ করেছে ১৭ বছর বয়সী দিগন্তিকা ।তার জন্যে এই রাজ্য সহ জাতীয় স্তরেই সমাদর কুড়িয়েছে মেমারির ছাত্রী দিগন্তিকা । প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও পুরস্কৃত করেন দিগন্তিকাকে । পুরষ্কার ও স্বীকৃতি যাই মিলুক , নিত্যনতুন কিছু উদ্ভাবনের ভাবনা নিয়ে সবসময়েই মেতে থাকতো দিগন্তিকা ।
‘কোভিড ১৯’ ভাইরাস সংক্রমণের কবল থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় তা নিয়েও মাথা ঘামানো শুরু করে মেমারির কন্যাশ্রী কন্যা। সে আবিস্কার করে ফেলে ’ভাইরাস ধ্বংসকারী মাস্ক’। যা এখন চিত্র ও ভিডিও আকারে স্থান করে নিয়েছে ’গুগল’ এর বিশ্ব সেরা শিল্পকর্ম পণ্য এবং সাংস্কৃতিক নিদর্শন গুলির সংরক্ষণ ও প্রদর্শনের একটি অনলাইন মিউজিয়ামে।
এই বিষয়ে দিগন্তিকার বাবা সুদীপ্ত বোস
জানিয়েছেন,গুগল ফেব্রুয়ারি ২০১১ সালে প্রতিষ্ঠা করে এই ভার্চুয়াল মিউজিয়ামটি । এই মিউজিয়াম উচ্চ- রেজুলেশন চিত্র প্রযুক্তি ব্যবহার করে দর্শকদের জন্য উন্মুক্ত রেখেছে। বিশ্ব সেরা দশটি শিল্পকর্ম, পণ্য এবং সাংস্কৃতিক নিদর্শনগুলি দেখার জন্য গুগল আর্টস অ্যাণ্ড কালচারের মিউজিয়ামে প্রবেশ করলে দেখা মিলবে ভারতের গর্ব দিগন্তিকা বোসের আবিস্কৃত ভাইরাস ’ডিটারেন্ট মাস্ক ২০২০’। দিগন্তিকার আবিস্কৃত মাস্কটি গুগলের মিউজিয়ামে উপস্থাপনে সহযোগিতা করেছে মুম্বাইয়েয় মিউজিয়াম অফ ডিজাইন এক্সিলেন্সের যাদুঘর ।বৃহস্পতিবার ’ গুগল ’ কর্তৃপক্ষ জানায়, গুগল আর্টস অ্যাণ্ড কালচার মিউজিয়াম দিগন্তিকার উদ্ভাবিত ভাইরাস ডিটারেন্ট মাস্কের মডেল সংরক্ষণ করেছে । সঙ্গে উল্লেখ করেছে ভাইরাস ডিটারেন্ট মাস্ক ২০২০ এর উদ্ভাবক দিগন্তিকা বোসের নাম ।সুদীপ্ত বোস বলেন ,গুগল আরও উল্লেখ করেছে দিগন্তিকার ধুলোমুক্ত এবং ভাইরাস-নিরোধক মাস্কের ডিজাইনটির প্রটোটাইপ করেছেন ভারতের সতের বছর বয়সী কনিষ্ঠ তম উদ্ভাবক দিগন্তিকা বোস । সুদীপ্ত বোস জানান , এখন গুগল সার্চ করলেই বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ জানতে পারবেন দিগন্তিকা যে মাস্ক আবিস্কা করেছে সেই মাস্ক ভাইরাসকে ধ্বংস করে দেয় । ভাইরাস ধ্বংস সম্পূ্র্ণ ভাবে নিশ্চিত করতে, এক প্রকার সাবান-জল মিশ্রণ দুটি রাসায়নিক মাস্কের ফিল্টারে যুক্ত করা হয়েছে যা গৃহীত বাতাসকে বিশুদ্ধ করে ভাইরাস ধ্বংস করে ।
দিগন্তিকা এদিন জানিয়েছে,গুগলের মিউজিয়ামে তাঁর আবিস্কৃত ’ভাইরাস ধ্বংসকারী মাস্ক’ গুগল আর্টস অ্যাণ্ড কালচার বিশ্ব সেরা দশটি অনুপ্রেরণামূলক ডিজাইনের মধ্যে স্থান করে নিয়েছে জেনে সে গর্বিত বোধ করছে । দিগন্তিকা দাবি করেছে তাঁর এই সাফল্য বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করেছে বলেই সে মনে করছে ।।