প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২০ ডিসেম্বর : দুটি আগ্নেয়াস্ত্রসহ পুলিশের হাতে ধরা পড়া যুবকের বাড়ি থেকে উদ্ধার ৯ টি বোমা । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে শহর বর্ধমানে । পুলিশ জানিয়েছে , ধৃতের নাম প্রভাত চন্দ্র । তাঁর বাড়ি বর্ধমান শহরের নারানদিঘী এলাকায়।বর্ধমান থানার পুলিশ রবিবার রাতে নবাবহাট মোড় এলাকা থেকে আগ্নেআস্ত্র সহ এই যুবকে ধরে। সুনির্দিষ্ট ধারায় মমলা রুজু করে পুলিশ সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে।তদন্তের প্রয়োজনে তদন্তকারী অফিসার ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতেচেয়ে আদালতে আবেদন জানান । সিজেএম ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন ।
ডিএসপি (হেডকোয়াটার)অতনু ঘোষাল এদিন জানিয়েছেন, বিশেষ সূত্র মাধ্যমে খবর পেয়ে
রবিবার সন্ধ্যায় অভিযানে নেমে বর্ধমান থানার পুলিশ নবাবহাট মোড় থেকে প্রভাত চন্দ্রকে ধরে । তল্লাশীতে তাঁর কাছ থেকে একটি ৯ – এমএম পিস্তল ও একটি ওয়ান শটার পাওয়া যায় ।ধৃতকে থানায় নিয়ে গিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যুবক নারানদিঘী এলাকার বাড়িতে থাকালেও বর্ধমানের আমবাগান রেলওয়ে কলোনীর কোয়াটারে তাঁদের ঘর রয়েছে । ডিএসপি জানিয়েছেন ,সেখানেও তল্লাশী চালিয়ে ৯ টি ক্রুড বোমা পাওয়া যায় ।
যুবকের ব্যবহৃত মারুতি ওমনি গাড়ি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । সুনির্দিষ্ট ধারার মামলা রুজু করে ধৃত যুবককে এদিনই বর্ধমান আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে ।যুবক আগ্নেয়াস্ত্র ও বোমা কোথা থেকে পেল এবং কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়েছিল তা তাঁকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে ।যুবক বড়সড় কোন অপরাধ চক্রের সঙ্গে
যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে ।।