এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৫ নভেম্বর : রবিবার রাতে পাড়ার কালী প্রতিমার নিরঞ্জন ছিল । শোভাযাত্রা সহকারে দেবী প্রতিমার বিসর্জন করা হয় পাড়ার একটা পুকুরে । বিসর্জনের পর যে যার বাড়ি ফিরে যান । তারপরের ঘটনাক্রম দেখে কার্যত চমকে ওঠেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোঁয়ারপুর গ্রামের বাসিন্দারা । কারন তারা দেখেন পুকুর ঘাট থেকে স্পষ্ট পায়ের ছাপ চলে গেছে মন্দিরে । পায়ের ছাপের পাশে রয়েছে বিন্দু বিন্দু জলের ফোঁটা পড়ার দাগ । ঠিক যেন শাড়ির আঁচল থেকে ঝড়ে পড়া জল । গ্রামবাসীদের বিশ্বাস দেবী স্বয়ং পুকুরের জল থেকে উঠে এসেছেন মন্দিরে । গ্রামের কেউ কেউ রাস্তা দিয়ে মা’কে বালিকা বেশে শাড়ি পরা অবস্থায় পায়ে হেঁটে যেতে দেখারও দাবি করেছেন । ভক্তদের বিশ্বাস যে পূজোয় সন্তুষ্ট হয়ে মা ফের মন্দিরে ফিরে এসেছেন । যেকারণে রাতেই ফের কালীমন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় । মঙ্গলকোটের কোঁয়ারপুর গ্রামের এই প্রকার অলৌকিক ঘটনার কথা শোনার পর আজ মঙ্গলবার থেকে ভিড় জমাচ্ছে আশপাশের গ্রামের মানুষ ।
দেখুন ভিডিও 👇
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট হিন্দু সম্প্রদায়ের প্রাচীন জনপদগুলির অন্যতম । রয়েছে দুটো সতীপীঠ সহ অসংখ্য মন্দির । মঙ্গলকোটের বুক চিড়ে প্রবাহিত হয়েছে অজয় নদ । অজয়নদ সংলগ্ন কোঁয়ারপুর গ্রামের চট্টোপাধ্যায় পরিবারের শতাব্দী প্রাচীন কালীপুজোতে এবারে এই অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছে গ্রামবাসী । দেবী পঞ্চমুণ্ডি আপনের উপর প্রতিষ্ঠিতা । স্থানীয়দের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রতা।
জানা গেছে,চট্টোপাধ্যায় পরিবারের অধিকাংশ সদস্য কর্মসূত্রে বাইরে থাকেন । তবে পারিবারিক কালীপুজোর সময় সকলেই গ্রামে চলে আসেন। আপামর গ্রামবাসী এই পূজোতে অংশগ্রহণ করেন। প্রতিবছর দেবীর ধুমধাম করে পূজো হয় । এবারেও তার ব্যতিক্রম হয়নি । রবিবার ভাইফোঁটার পর দেবী প্রতিমার নিরঞ্জন হয় গ্রামের নির্দিষ্ট পুকুরে । রাত প্রায় ১০ টা নাগাদ বিসর্জন পর্ব সম্পন্ন হয় । তারপর সকলে বাড়ি ফিরে আসেন । স্থানীয় এক দম্পতির দাবি যে রাত প্রায় পৌনে এগারোটা নাগাদ্ভঘরের জানালা দিয়ে তাঁরা দেখেন একজন বালিকাকে ভিজে কাপড় গায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে । নির্জন রাস্তায় একজন কিশোরীকে দেখে তাঁরা তার নিরাপত্তার কথা ভেবে ঘর থেকে বেড়িয়ে আসেন । কিন্তু তারা বাইরে আসতেই দেখেন কিশোরী উধাও হয়ে গেছে । কিন্তু রাস্তা জুড়ে রয়ে গেছে মেয়েটির পায়ের ছাপ ও শাড়ি থেকে ঝড়ে পড়া বিন্দু বিন্দু জলের ফোঁটার দাগ । একথা চাওড় হতেই গ্রামবাসীরা ফের মন্দিরে এসে জড়ো হয় । রাস্তায় পায়ের ছাপে প্রণাম করেন সকলে ।
যদিও পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক আশুতোষ পাল মনে করছেন যে মানুষদের মনের ভক্তি আর বিশ্বাস থেকে এই ঘটনা ঘটেছে । তার দাবি,’কেউ হয়ত পুকুরে গিয়ে স্নান করে এসেছে । আর তার পায়ের ছাপ দেখে কালীর বলে ভুল করছে ।’ যদিও গ্রামবাসী চন্দন চট্টোপাধ্যায়,বিপ্লব গঙ্গোপাধ্যায়রা বলেন,’প্রতিমা বিসর্জনের পর কেউ পুকুর ঘাটে গিয়েছিল কিনা জানতে আমরা খোঁজ নিতে শুরু করি ৷ কিন্তু অতরাতে কোনো মেয়ের পুকুরে যাওয়ার কথা নয় এবং যাওনি ।’
যাই হোক,চট্টোপাধ্যায় পরিবারের কুলদেবী কালী আবির্ভুতা হয়েছিলেন মনে করে মন্দিরে রাতেই সংক্ষিপ্ত সময়ের বিশেষ পুজোও হয় । গ্রামবাসীরা সেই পূজোতে অংশগ্রহণ করেন । পূজো শেষে গভীর রাতের দিকে তারা বাড়ি ফিরে যান । এদিকে মঙ্গলকোট থানার কোঁয়ারপুর গ্রামের দেবীর পায়ের ছাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় । তারপর থেকেই ওই গ্রামে ভিড় জমাতে শুরু করে আশপাশের গ্রামের মানুষ ।।