দিব্যেন্দু রায়,বর্ধমান,২১ নভেম্বর : সর্বভারতীয় ক্যারাটে প্রতিযোগিতায় ৬ টি পদক জিতলো পূর্ব বর্ধমানের খুদে প্রতিযোগীরা । জাপান ক্যারাটে ইন্ডিয়ার পরিচালনায় ‘অল ইন্ডিয়া ইনভাইটেশনাল ক্যারাটে চ্যম্পিয়নশিপ ২০২২’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে । চলতি মাসের ১৯ ও ২০ তারিখ এই দু’দিন প্রতিযোগিতা চলে । এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমী থেকে মোট ৩ জন প্রতিযোগী অংশগ্রহন করেছিল । তাদের মধ্যে ১০ বছরের মেয়েদের কাতা বিভাগে একটি সোনা ও একটি রুপো জিতেছে মেঘনা রায় । ৭ বছরের মেয়েদের কাতা বিভাগে একটি রুপো জিতেছে অয়ন্তিকা সাহা । ১২ বছরের মেয়েদের কুমিতে বিভাগে একটি রুপো ও ৩৫ কেজি কুমি বিভাগে রুপো জিতেছে শ্রেয়সী ঘোষ ৷
সংস্থার প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন,এই প্রতিযোগীতায় বিভিন্ন রাজ্য থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেছিল । তার মধ্যে থেকে বর্ধমানের এই সাফল্য যথেষ্ট গর্বের বিষয় ।।