প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ সেপ্টেম্বর : চিকিৎসা গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে ফের কাঠগড়ায় সরকারি হাসপাতাল।এবার সেই অভিযোগের তালিকায় জায়গা করে নিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল।কানের অস্ত্রপচার হওয়া এক শিশুর মৃত্যুর জেরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত শিশুর নাম তিথি দাস( ৮)। তার
বাড়ি পূর্ব বর্ধমানের তালিত গ্রামে। এই মৃত্যুর প্রতিবাদে এদিন প্ল্যাকার হাতে হাসপাতাল চত্ত্বরে
বিক্ষোভ দেখায় শিশুর পরিবার।তারা ঘটনার বিহিত চেয়ে এদিনই বর্ধমান হাসপাতালে দুই চিকিৎসকের নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন।
পরিবার সদস্যদের কথায় জানা গিয়েছে,চার বছর বয়স থেকেই তিথি কানের সমস্যায় ভুগছিল
। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে দেখানো হচ্ছিল। গত ২২ তারিখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ তারিখে তার কানে অস্ত্রোপচার হয়। অভিযোগ অস্ত্রোপচারের পর থেকে তার বাড়ির লোকেদের তাকে দেখতে দেওয়া হয়নি। দীর্ঘ সময়ের পর ওটি থেকে তাকে বের করে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর বুধবার গভীর রাত প্রায় ২ টোর সময় তার বাড়ির লোককে শিশুর মৃত্যুর খবর জানানো হয় ।
পরিবারের অভিযোগ ,তিথির সমস্ত রিপোর্ট ঠিক আছে এবং তিথি ভালো আছে বলে চিকিৎসকরা সবসময় তাদের জানিয়ে যান। তার পরেও চিকিৎসাধীন অবস্থায় শিশু কন্য তিথি কি ভাবে মারা গেল সেটাই আশ্চর্য্যের । তিথির এই মৃত্যু
চিকিৎসায় গাফিলতি ও ভুল চিকিৎসার জন্যই সয়েছে বলে রয়েছে বলে পরিবার পরিজন অভিযোগ করেছেন। শুধু অভিযোগ তোলাই নয়,
চিকিৎসকদের শাস্তির দাবিতে এদিন শিশুর পরিবারের লোকজন প্ল্যাকার্ড হাতে নিয়ে হাসপাতাল সুপারের অফিসের সামনেও বিক্ষোভ
দেখান। পরে তিথির চিকিৎসা করা দুই ডাক্তারের শাস্তির দাবিতে তারা বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।হাসপাতালের তরফে শিশুর মৃতদেহটি এদিনই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মৃত শিশুর বাবা গণেশ দাস বলেন,“২৬ তারিখ দুপুর দেড়টা নাগাদ তিথিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্তু, দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও তাকে বের করা হয় নি। কারণ জানতে চাওয়া হলে বলা হয়, জ্ঞান ফিরতে দেরি হবে।এরপর বুধবার রাত প্রায় দুটো নাগাদ তাদের জানান হয় যে শিশুটি মারা গেছে”। হাসপাতাল সুপার তাপস ঘোষ বলেন,অভিযোগ পেয়েছি।একটি তদন্ত কমিটি গঠন করা হবে।কমিটির রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
এদিকে বর্ধমান হাসপাতালের পাশাপাশি এদিনই চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকেও রোগীর পরিজনদের ক্ষোভের মুখে পড়তে হয় ।।