এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৩ এপ্রিল : বর্ধমানের নবাবহাটের তালপুকুর আদিবাসীপল্লীর “আমার পাঠশালা”র দুঃস্থ শিশুদের সাথে ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী পালন করলেন বর্ধমান শহরের এক ব্যবসায়ী । স্থানীয় কিছু সমাজসেবী মানুষের উদ্যোগে গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংস্থা “আমার পাঠশালা”র ৫০ জন শিশুর জন্য আজ রবিবার অক্ষয় তৃতীয়ার দিনে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিলেন জহর সাধু নামে ওই ব্যবসায়ী ।মেনুতে ছিল ভাত, মিশ্র সবজি, মুরগির মাংস ও মিষ্টি । সপরিবারে উপস্থিত থেকে শিশুদের নিজের হাতে পরিবেশন করেন জহরবাবু । পাশাপাশি পাঠশালার পড়ুয়াদের হাতে তিনি খাতা,কলম প্রভৃতি সামগ্রী তুলে দেন । “আমার পাঠশালা”-র শিশুরা স্মারক স্বরূপ একটি বৃক্ষ চারা জহরবাবু ও তাঁর পরিবারের হাতে তুলে দেয় ।
এদিন জহর সাধু ও তার পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন “আমার পাঠশালা”-র সভাপতি মিন্টু পান্ডে, সহ সভাপতি অতনু ঘোষ, সহ সম্পাদক তপন পাল, সম্পাদক সন্দীপ পাঠক প্রমুখ । তারা সকলে জহরবাবুর ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ।
প্রসঙ্গত,বর্ধমানের বাসিন্দা জহর সাধুর স্বর্গীয় ভাই গোপাল সাধু ওষুধের ব্যাবসা করতেন । তার শ্বাসযন্ত্রে ক্যান্সার ধরা পরে । বহু চিকিৎসা করেও ক্যান্সারমুক্ত হননি তিনি । অবশেষে ২০২১ সালের এপ্রিল মাসের ১৯ তারিখে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর । গোপালবাবু বাড়িতে রয়েছেন স্ত্রী ও এক কন্যাসন্তান ।।