প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২০ ডিসেম্বর : গরু পাচার মামলায় এখন ঘোর বিপাকে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। তাঁকে দিল্লি নিয়ে যাবার জন্য ইডি সর্বত ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । এই অবস্থার মধ্যেই সড়ক পথ ধরে চলা গরু বোঝাই গাড়ি আটকাতে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল নিজেই নেমে পড়লেন আসরে।মঙ্গলবার দুপুরে বর্ধমানের বেচারহাট এলাকায় ২ নম্বর জাতীয় সড়ক পথ ধরে চলা গরুবাহী একটি ম্যাটাডোর আটকে তিনি পুলিশে খবর দিলেন। পুলিশ ৯টি গরু বোঝাই ওই ম্যাটাডোর ও তাতে চড়ে থাকা তিন ব্যক্তিকে আটক করে। অগ্নিমিত্রার অভিযোগ, দিনে দুপুরে অবৈধ উপায়ে গরু গুলি পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । যদিও বিজেপি বিধায়ক অগ্নিমাত্রা পালের গরুর গাড়ি আটকানোকে নাটক বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব ।
বিধায়ক অগ্নিমিত্রা পাল জানিয়েছেন,এদিন দুপুরে তিনি আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ২ নম্বর জাতীয় সড়কে গরু বোঝাই
ম্যাটাডোরটি তিনি দেখতে পান।নির্মম ভাবে গরু গুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল । কয়েকটি গরুর গা দিয়ে রক্ত গড়াতেও তিনি দেখেন। এমনটা দেখে তিনি আর চুপকরে বসে থাকতে পারেন নি। নিজের গাড়ি থেকে নেমে তিনি গরুবাহী ওই ম্যাটাডোরটির পথ আটকে পুলিশে খবর দেন ।
পুলিশ এসে গরুবাহী ম্যাটাডোরটি আটক করে।
অগ্নিিমিত্রা অভিযোগে বলেন,গরু গুলিকে অবৈধ ভাবে পাচার করা হচ্ছিল। পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানের কুসুমগ্রামে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি জেনেছেন। পুলিশের বিরুদ্ধে টাকা নিয়ে গরু পাচারের অভিযোগও তোলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা ।তিনি দাবি করেন, ধৃতদের কোনো পারমিট নেই। গরু নিয়ে যাবার কোনো লাইসেন্সও নেই।এরা পুরুলিয়া আর বাঁকুড়ায় পুলিশকে টাকা দিয়েছে। এভাবেই কুসুমগ্রামে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। অগ্নিমিত্রা এমনা দাবি করলেও জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন ছানিয়েছেন,“প্রকৃত কি ঘটনা তা পুলিশ পরীক্ষা করে দেখছে।পাচার করা হচ্ছিল না কি তা এখুনি বলা সম্ভব নয় ।’
বিষয়টি কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র দেবু টুডু বলেন, ’নাটক করার ইচ্ছে হলে যা হয় সেটাই এদিন বিজেপি নেত্রী করেছেন ।’
বিজেপির জেলা সহসভাপতি শ্যামল রায় বলেন,’এই গরু পাচারের সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত। আমরা দেখবো পুলিশ কি করে।আর যদি এই পাচারকারীদের পুলিশ পিছনের দরজা দিয়ে পার করে দেয় তাহলে আমরা ছেড়ে কথা বলবো না ।’।