প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ জুন : উচ্চ-মাধ্যমিকে প্রথম হবার পর এবার মেডিকেলে ভর্তির পরীক্ষাতেও তাকলাগানো রেজাল্ট করলো বর্ধমানের রুপায়ন পাল। মেডিকেল নিট পরীক্ষায় দেশে কুড়িতম স্থান অধিকার করার পাশাপাশি রুপায়ন রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় স্থানাধিকারী হয়েছে বলে জানা গিয়েছে। রুপায়নের এই সাফল্যে তাঁর পরিবার পরিজনের পাশাপাশি গর্বিত বর্ধমানবাসী ।
২০২৫ শের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিচারে রাজ্যে প্রথম হয় বর্ধমান সি এম এস হাই স্কুলের ছাত্র রূপায়ণ পাল। মোট ৫০০ নম্বরের পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৪৯৭। শতাংশের নিরিখে ৯৯.৪ শতাংশ। এবার সর্বভারতীয় নিট পরীক্ষায় দেশে কুড়িতম এবং রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রুপায়ন সাড়া ফেললো। রাপায়ন এদিন জানান,তাঁর এই সাফল্যের পিছনে তাঁর বাবা, মা ও শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে। চিকিৎসাবিজ্ঞান নিয়েই পড়তে চান বলে রুপায়ন জানিয়ছেন। তিনি এও জানিয়েছেন,দিল্লি এইমসে তিনি ভর্তি হতে চান। সেখানে শিক্ষা শেষ হবার পর বাংলাতেই ফিরে আসার ইচ্ছের কথা রুপায়ন শুনিয়েছেন।
রুপায়নের বাবা-মা, দু’জনেই ইংরেজি বিষয়ের শিক্ষক। তাঁরা ছেলের পড়াশোনাতে সাহায্য করেছেন।পূর্ব বর্ধমান জেলার অন্যতম কৃতী ছাত্র রুপায়ন বরাবরই মেধাবী। স্কুলের পড়াশুনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরীক্ষার প্রস্তুতিও সে নিত।রূপায়ণের অধিকাংশ সময় বইয়ে মুখ গুঁজে কাটত ঠিকই, কিন্তু সুযোগ বুঝেই ঢুঁ মারত গোয়েন্দা গল্পের দুনিয়ায়। অবসরে চোখ রাখত খেলার চ্যানেলেও। ভিন্ন ভিন্ন জগতের দুনিয়ায় মগ্ন থেকেও কৃতী রুপায়নের স্বপ্ন চিকিৎসক হওয়ার।সেই স্বপ্ন পূরণের দিকে আরো এক ধাপ এগোল বাংলা মাধ্যমের ছাত্র রূপায়ণ।।

