এইদিন স্পোর্টস নিউজ,২৮ ডিসেম্বর : অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে থেকেও বর্ধমানের ঝুলিতে এল ৮ পদক । “২৩তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ ২০২৫” ঝাড়খণ্ডের রাঁচির খেলগাঁওয়ের তানা ভগত ইনডোর স্টেডিয়ামে শনিবার(২৭ ডিসেম্বর) আজ রবিবার(২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় । ১৭টি রাজ্য থেকে প্রায় ১৫০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । তার মধ্যে পূর্ব বর্ধমান সেইশিনকাই সিতো-রিউ ক্যারাটে -ডো অ্যাসোসিয়েশনের মোট ৬ জন ক্যারাটেকা পশ্চিমবঙ্গের হয়ে অংশগ্রহণ করে এবং মোট ৮ টি পদক (৩ টি সোনা, ৩ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জ) জয়লাভ করে। পদক বিজয়ীরা হল বৈদ্যুতি মণ্ডল (সোনা – কাতা ও ব্রোঞ্জ – কুমিতে), লগ্নজিতা খাঁ (রুপো – কাতা ও সোনা – কুমিতে), শ্রেয়সী ঘোষ (ব্রোঞ্জ – কাতা ও সোনা – কুমিতে) এবং চন্দ্রিমা চক্রবর্তী (রুপো – কাতা ও রুপো – কুমিতে) ।
ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের নির্দেশনায় এবং অল ইন্ডিয়া সেইশিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল । জেলা সংস্থা থেকে রেনসি দেবাশিষ কুমার মন্ডল বিচারক হিসেবে এবং সেনসেই অয়ন কুণ্ডু কোচ হিসেবে যোগদান করেছিল।।

