কবিতা তুমি আমার প্রথম প্রেম
কবিতা তুমি আমার হৃদয়ে করো বসবাস
কবিতা তোমাকে ভালোবেসে হয়েছি ছন্নছাড়া
বাউন্ডুলে
কবিতা তোমাকে করতে পারি উৎসর্গ আমার সারা দিনরাত…!!
জানি না কি করে তোমাকে সাজাতে হয়
জানি না তোমার কি কি শব্দ অলংকার প্রিয়
জানি না কোন রঙের শাড়ি তোমার পছন্দ
জানি না তুমি প্রেয়সী না প্রেমিক
জানি না তুমি শুধু ব্যাথা না প্রেম??
জানি না কিছুই জানি না
শুধু জানি তোমার আঙিনায় আমার আছে একটু স্থান
যেখানে আমি করি যত্রতত্র অবাধ বিচরণ….!!
নাই বা পারলাম তোমায় সুন্দর সুন্দর শব্দ অলংকারে সাজাতে
নাই বা পারলাম তোমায় সুন্দর তোমার প্রিয় রঙের শাড়ি পরাতে
নাই বা পারলাম জানতে তুমি প্রেয়সী না প্রেমিক
তবুও তুমি আমার হৃদয়ে করো বসবাস
তোমায় নিয়ে করি খেলা মনের গহীনে দিবারাত…!!
শৈশবের পুতুল খেলা রান্নাবাটি কাদা মাটির ভাত তরকারি
কৈশোরের দামাল পানা পড়াশোনা ভাই বোনের খুনসুটি
যৌবনের প্রথম প্রেমের গল্পকথা মনের গহীনে লুকিয়ে রাখা
মধ্যবেলায় হিসেব করি কত কিছু চাওয়া না পাওয়া
প্রেম ভালোবাসা মান অভিমান চাওয়া পাওয়া
রাগ দুঃখ কষ্ট যন্ত্রনার যখন পাল্লা ভারী
তখন তোমায় স্মরণ করি
টুকরো টুকরো শব্দ নিয়ে সাজিয়ে তুলি এলোমেলো
তোমার উঠোন জুড়ে আঁকি শব্দ কথার আলপনা
দামী দামী শব্দ ফুলে পারি না তোমায় সাজিয়ে দিতে
বুনোফুলের অক্ষরে তোমাকে দিই অঞ্জলি…!!
যেমন করেই সাজায় না কেন
আমি তোমায় ভালোবাসি
কলম যেন না থামে আমার
আমৃত্যু থেকো তুমি আমার হৃদয়ের অন্তরে
শব্দ হয়ে ঝরে পড়ো আমার মনের গভীর কোণে।।