এইদিন স্পোর্টস নিউজ,৩০ জুলাই : সিরিজ ড্র করতে হলে তাই বিকল্প, আর সেটা হল ম্যাচ জয় । কিন্তু এমন মরণবাঁচন টেস্টেই দলের সেরা বোলিং অস্ত্রকে পাচ্ছে না টিম ইন্ডিয়া । কয়েক দিনের টানাপোড়েনের পর অবশেষে সিদ্ধান্ত হয়েছে, অ্যান্ডারসন -টেন্ডুলকার ট্রফির ওভাল টেস্টে খেলবেন না জাসপ্রিত বুমরাহ। তার বদলে চোট কাটিয়ে একাদশে ফিরতে পারেন আকাশ দিপ।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, পিঠের পুরোনো চোট থেকে সুরক্ষা ও ভবিষ্যতের ভাবনা মাথায় রেখে ভারতীয় বোর্ডের মেডিকেল টিমের পরামর্শে ওভালে বুমরাহকে না খেলানোর সিদ্ধান্ত হয়েছে।
খুব বড় চমক হয়ে অবশ্য আসেনি এই ঘোষণা। সিরিজ শুরুর আগেই আলোচনা ছিল, সিরিজের পাঁচ টেস্টের কেবল তিনটিতে খেলানো হবে তাকে। হেডিংলিতে প্রথম টেস্ট খেলার পর এক সপ্তাহ বিরতি থাকলেও এজবাস্টনে পরের টেস্টে তাকে খেলানো হয়নি। এরপর লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ডে টানা দুই টেস্ট খেলার পর আবার সিরিজ নির্ধারণী ম্যাচে বিশ্রাম পাচ্ছেন ৩১ বছর বয়সী ফাস্ট বোলার।
চতুর্থ টেস্ট ও পঞ্চম টেস্টের মধ্যে বিরতি স্রেফ তিন দিনের। বুমরাহর খেলার সম্ভাবনা তাই এমনিতেই কম ছিল। তবে চতুর্থ টেস্টে চতুর্থ দিন সকালের পর থেকে আর বোলিং করতে হয়নি তাকে। তাতে শেষ টেস্টে খেলার সামান্য সম্ভাবনা তৈরি হয়েছিল। ওই টেস্ট শেষে কোচ গৌতাম গম্ভীর বলেছিলেন, বুমরাহকে বিশ্রামের সিদ্ধান্ত এখনও নেয়নি দল। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই হলো।
সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা আছে চতুর্থ টেস্টে বুমরাহর পারফরম্যান্সেরও। আগের দুই টেস্টে দুর্দান্ত বোলিং করা পেসার ওল্ড ট্র্যাফোর্ডে ছিলেন বিবর্ণ। একমাত্র ইনিংসে ৩৩ ওভার বোলিং করেন তিনি, যা তার ক্যারিয়ারে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। স্রেফ দুটি উইকেট নিতে পারেন ১১২ রান দিয়ে। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার তার বোলিংয়ে রান স্পর্শ করেন তিন অঙ্ক।এই ম্যাচে তার বলের গতিও ছিল উল্লেখযোগ্য রকমের কম। সিরিজ যত এগিয়েছে, তার গতি কমার এই ধারাই দেখা গেছে। হেডিংলিতে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ১৪০ কিলোমিটার স্পর্শ করা ডেলিভারি ছিল তার ৪২.৭ শতাংশ, সেটা লর্ডসে নেমে আসে ২২.৩ শতাংশে আর ওল্ড ট্র্যাফোর্ডে ছিল বিস্ময়করভাবে ০.৫ শতাংশ।
ওল্ড ট্র্যাফোর্ডের কিছুটা মন্থর ও নিষ্প্রাণ উইকেটের কিছুটা ভূমিকা তো এতে আছেই, পাশাপাশি টানা দুই টেস্ট খেলার ধকল তার শরীর নিতে পারেনি বলেই মনে করেছে ভারতের মেডিকেল টিম। তাকে নিয়ে তাই আর ঝুঁকি নিতে চাইছে না দল।
অতি নাটকীয় কিছু না হলে একাদশে ফিরছেন আকাশ দিপ। এজবাস্টনে ১০ উইকেট নিয়ে ভারতের দারুণ জয়ে বড় অবদান ছিল বাংলার এই পেসারের। তবে কুঁচকিকে টান লাগায় খেলতে পারেননি তিনি ওল্ড ট্র্যাফোর্ডে। এখন তিনি খেলার মতো ফিট।
ভারতের বোলিং আক্রমণে পরিবর্তন আসতে পারে আরও। ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেকে অনুজ্জ্বল আনশুল কাম্বোজের বদলে আর্শদিপ সিংকে খেলানো বা প্রাসিধ কৃষ্ণাকে ফেরানো হতে পারে। শার্দুল ঠাকুরের জায়গা নিয়েও আছে প্রশ্ন। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভকে না খেলাণোয় আলোচনা চলছে সিরিজ জুড়েই। তবে দুই স্পিনিং অলরাউন্ডার রাভিন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দার ওল্ড ট্র্যাফোর্ডে সেঞ্চুরি করে ম্যাচ বাঁচানোর পর কুলদিপকে জায়গা দেওয়া কঠিনই। একাদশে আরেকটি পরিবর্তন অবধারিতই। চোটে ছিটকে পড়া রিশাভ পান্তের জায়গায় খেলবেন ধ্রুব জুরেল। ওভাল টেস্ট শুরু বৃহস্পতিবার। ইংল্যান্ড সিরিজে এগিয়ে ২-১ ব্যবধানে।।