এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০৬ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মঙ্গলবার (৫ নভেম্বর) সতর্ক করে দিয়ে বলেছেন যে সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হবে৷ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনী, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন এবং জনগণ একত্রিত হলে এক বছরের মধ্যে এই এলাকা থেকে সন্ত্রাস নির্মূল করা সম্ভব।’ উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, ‘আমি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছি কোনো নিরপরাধের ক্ষতি না করতে, কিন্তু অপরাধীদের রেহাই দেওয়া হবে না। কেউ সন্ত্রাসীদের আশ্রয় দিলে তার বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে। এ নিয়ে কোনো আপস করা হবে না।’
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, কিছু লোক এমন বিবৃতি দেয় যে, ‘যারা সন্ত্রাসীদের আশ্রয় দেয় তারা নির্যাতনের শিকার হয়। তবে এটা কোনো নৃশংসতা নয়, এ ধরনের বিচার অব্যাহত থাকবে।’জম্মু ও কাশ্মীরের জনগণকে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শ্রোতাদের জিজ্ঞাসা করেন, ‘যারা এই অঞ্চলে সংযোগ উন্নত করতে কাজ করছেন তাদের হত্যা করার অধিকার কি কারও আছে?’ তিনি ২০ অক্টোবর গান্দেরবাল জেলার গগনগির এলাকায় একটি টানেল নির্মাণের জায়গায় জঙ্গিদের দ্বারা স্থানীয় ডাক্তার এবং ছয় অভিবাসী শ্রমিককে হত্যার কথা উল্লেখ করেন।।