এইদিন ওয়েবডেস্ক,মেহসানা(গুজরাট),০৮ ফেব্রুয়ারী : গুজরাটের মেহসানায় শ্রী রামের শোভা যাত্রায় পাথর নিক্ষেপকারীদের বাড়ির অবৈধ নির্মান বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল মেহসানা খেরালু পৌরসভা । মেহসানার খেরালুতে অবস্থিত হাতদিয়া বাজার এলাকায় গত ২১ জানুয়ারী অযোধ্যায় শ্রীরাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা বের হলে স্থানীয় মুসলিমরা শোভাযাত্রা লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁট পাটকেল ছোড়ে ৷ ঘটনার বিবরণে জানা গেছে, মেহসানার খেরালুতে হিন্দু সংগঠনগুলি ওই শোভাযাত্রার আয়োজন করেছিল। যাত্রাটি নগরীর মুসলিম এলাকায় অবস্থিত মসজিদে পৌঁছালে হঠাৎ পাথর ছুড়তে থাকে। যাত্রা চলাকালীন পাথর নিক্ষেপের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় , যেখানে যাত্রায় অংশগ্রহণকারী বিশাল জনতার উপর একটি ভবনের ছাদ থেকে লোকেদের ইঁট পাটকেল ছুড়তে দেখা গেছে । পাথর নিক্ষেপের পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । এই ঘটনায় পুলিশ মুসলিমদের একটি গ্যাংয়ের পাশাপাশি দু’জন মুসলিম ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ।
অভিযোগে বলা হয়েছে যে বেলিম ভাসান নামে এক ব্যক্তির বাড়ির ছাদে পাথর সংগ্রহ করে রাখা হয়েছিল । এর পাশাপাশি ধারাল তরবারিতে সজ্জিত হামলাকারীরা মিছিলে অংশগ্রহণকারী লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ ।
জানা গেছে,খেরালুর হাতদিয়া বাজার ও জাকাতনাকার এলাকায় পঞ্চমুখী হনুমান মন্দির থেকে হাতরিয়ার বেলিম ওয়াদা পর্যন্ত সরকারি জায়গা জবরদখল করে ৩০-৩৫ টি কাঁচা বাড়ি তৈরি করে বসবাস করছিল বেশ কিছু মুসলিম পরিবার । হামলার পর জবরদখল উচ্ছেদের জন্য পৌরসভা মালিকদের নোটিশ জারি করে এবং ওই জায়গাগুলোর মালিকানার প্রমাণ দিতে বা জায়গা খালি করে দিতে বলেছিল। এরপরও দখল না সরানোয় বুলডোজার দিয়ে ব্যবস্থা নেয় প্রশাসন ।
মিডিয়া রিপোর্ট অনুসারে, প্রশাসনের জারি করা নোটিশের কোনও প্রতিক্রিয়া না পেয়ে সোমবার (৫ ফেব্রুয়ারি, ২০২৪) সিটি সার্ভে বিভাগ জরিপ শুরু করে। এই জরিপ কাজ শেষে প্রশাসন অবশেষে বুলডোজার চালানোর সিদ্ধান্ত নেয় এবং অবৈধ নির্মাণকাজ ভেঙ্গে পুরো বাজার দখলমুক্ত করে। সেই সময় পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।।