এইদিন ওয়েবডেস্ক,বরেলি(উত্তরপ্রদেশ),০৮ এপ্রিল : দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বুলডোজার বাবা যোগী আদিত্যনাথের অ্যাকশন শুরু হয়ে গেছে । সরকারি জায়গা জবরদখল করে নির্মিত এসপি বিধায়ক শাহজিল ইসলামের মালিকানাধীন একটি অবৈধ পেট্রোল পাম্পকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল উত্তরপ্রদেশের বরেলি উন্নয়ন কর্তৃপক্ষ (Bareilly Development Authority) । পেট্রোল পাম্প ভাঙার ভিডিও টুইটারে পোস্ট করে রাজ্যের বিজেপির মুখপাত্র প্রশান্ত উমরাও তার ক্যাপশনে লিখেছেন,’যোগীজিকে হুমকি দেওয়া সমাজবাদী বিধায়ক শাহজিল ইসলামের বিনা অনুমতিতে নির্মিত পেট্রোল পাম্পে বুলডোজার চললো ।’
উত্তরপ্রদেশের বেরেলি জেলার ভজিপুরা বিধানসভার (Bhojipura Assembly) সমাজবাদী পার্টির বিধায়ক শাহজিল ইসলাম । শাহজিল ইসলামের পরিবার বরাবরই রাজনীতিতে সক্রিয় । তাঁর বাবা ইসলাম সাবির এবং দাদু আশফাক আহমেদও বিধায়ক ছিলেন । ২০০২ সালের প্রথম বিধানসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন শাহজিল ইসলাম । তাঁকে পশ্চিম উত্তরপ্রদেশের শীর্ষ এসপি নেতাদের মধ্যে গণ্য করা হয় ।
উত্তরপ্রদেশের বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুমকি দেওয়া শাহজিল ইসলামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে, ‘এবারে বিধানসভায় আগের চেয়ে বেশি বিধায়ক রয়েছে এসপির । তারা আর দূর্বল নয় । তাই যোগী আদিত্যনাথের প্রতিটি কথার উত্তরে এবার তারা একটা করে গুলি চালাবে । যদিও পরে বিজেপির তরফ থেকে এনিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করে শাহজিল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল । আর সেই পর্ব মিটতে না মিটতেই বরেলির সিবিগঞ্জ এলাকায় অবস্থিত এসপি বিধায়কের অবৈধভাবে নির্মিত পেট্রোল পাম্পের কংক্রীটের কাঠামো বৃহস্পতিবার ভেঙে দিল প্রশাসন । তবে মেশিনগুলো চালু অবস্থায় আছে। নিরাপত্তার জন্য বিশাল পুলিশবাহিনী এবং পিএসি কর্মী মোতায়েন করা হয়েছিল ।।