এইদিন ওয়েবডেস্ক,গুরুদাসপুর(পাঞ্জাব),১৮ জানুয়ারী : একদিকে দেশের চলমান খাদ্য সঙ্কট থেকে মুক্তি পেতে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে উৎসাহ দেখাচ্ছে পাকিস্তান । পাশাপাশি ভারতে নাশকতা ছড়াতে চেষ্টা চালাতে কোনো কসুর করছে না তারা । এবার ড্রোনের সাহায্যে অস্ত্র পাচারের চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীদের জন্মদাতা ওই দেশটি । বুধবার ভোর রাতে পাঞ্জাবের গুরুদাসপুরে সীমান্তে ড্রোনের সাহায্যে বিপুল পরিমাম অস্ত্রশস্ত্র পাচারের চেষ্টা করেছিল পাকিস্তান । কিন্তু গুরুদাসপুরের উনচা টাকলা গ্রামের মাঠে সন্দেহভাজন ড্রোনের শব্দে দ্রুত গতিতে গুলি চালায় বিএসএফ দল। গুলি চালানোর সময় পাশের এলাকায় কিছু পড়ার শব্দও শুনতে পায় নিরাপত্তা বাহিনী । তারপর এলাকায় তল্লাশি চালালে একটি প্যাকেটে বাঁধা চারটি চাইনিজ পিস্তল, আটটি ম্যাগাজিন পাওয়া যায় ।
উল্লেখ্য, এর আগেও পাকিস্তান ড্রোনের মাধ্যমে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা করেছিল । কিন্তু বিএসএফ এর তৎপরতায় তা ব্যর্থ হয় । একদিকে খাদ্য সঙ্কট থেকে বাঁচতে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ানো, অন্যদিকে তলায় তলায় ভারতে নাশকতা চালানোর চেষ্ঠা, পাকিস্থানের এই দ্বিচারিতা দেখে নয়াদিল্লির তরফ থেকে পাকিস্তানের বন্ধুত্বের আবেদনের এযাবৎ কোনো প্রত্যুত্তর দেওয়া হয়নি ।।
ছবি : এএনআই