এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০১ জুন : বৃহস্পতিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা এলাকায় ভারত-পাকিস্তান সীমান্তের কাছে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে মেরেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) । ওই পাকিস্তানিকে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত বেড়ার দিকে অগ্রসর হলে শেষ পর্যন্ত তাকে গুলি করা হয় বলে জানিয়েছে বিএসএফ । প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের মধ্যে ৩,৩২৩ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে । ভারতে নাশকতার উদ্দেশ্যে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা প্রতিনিয়ত ওই বিস্তীর্ণ এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে ।
অন্যদিকে দিন দুয়েক আগে টার্গেট কিলিংয়ের ঘটনায় জম্মু-কাশ্মীরের অনন্তনাগ, শোপিয়ান এবং পুলওয়ামা আজ বৃহস্পতিবার সকাল থেকে ব্যপক তল্লাশি অভিযান শুরু করেছে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ) । স্থানীয় পুলিশ এবং সিআরপিএফ-এর সহায়তায় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা একাধিক জায়গায় অভিযান চালিয়েছে এদিন । তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি ।।